Maintance

ওয়াইম্যাক্স সেবা চালু করছে গ্রামীণফোন

প্রকাশঃ ১১:১২ পূর্বাহ্ন, এপ্রিল ২৩, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:১২ পূর্বাহ্ন, এপ্রিল ২৩, ২০১৪

অনন্য ইসলাম, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ওয়াইম্যাক্স সেবা চালু করতে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে দেশের বড় দুটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) সহযোগিতায় ডেটাভিত্তিক সেবা চালু করবে অপারেটরটি।

গ্রামীণফোনের একটি সূত্র এ খবর নিশ্চিত করে জানিয়েছে, অগ্নী সিস্টেমস এবং এডিএন টেলিকম লিমিটেড নামের দুটি আইএসপির মাধ্যমে গ্রামীণফোন এ সেবা চালু করবে।

জানা গেছে, ৩৫০০ ব্যান্ডে ওয়াইম্যাক্স সেবা দেওয়া হবে। দুটি আইএসপির এ ব্যান্ডে ৭ মেগাহার্ডজ করে স্পেকট্রাম আছে।

grameenphone_techshohor

দেশে কোনো মোবাইল ফোনের এটিই প্রথম পূর্ণাঙ্গ ওয়াইম্যাক্স সেবা চালুর ঘটনা। এর আগে গ্রামীণফোন অগ্নি এবং এডিএনের সঙ্গে ফিক্স ওয়াইম্যাক্স চালু করে।

নতুন এ সেবার ব্র্যান্ড নেম হবে ‘গো ব্রডব্যান্ড’। বৃহস্পতিবার বিকালে এক অনুষ্ঠানে এ বিষয়ে ঘোষণা দেবে গ্রামীণফোন বলে জানা গেছে।

তবে প্রথম দফায় দেশের কতোটা এলাকায় এ সেবা দেওয়া হবে সে বিষয়ে অপারেটরটির কর্মকর্তারা কোনো তথ্য জানাননি।

এর আগে গত বছর ফেব্রুয়ারি মাসে দুটি আইএসপির সঙ্গে ওয়াইম্যাক্স সেবা চালু করার অনুমোদন নেয় গ্রামীণফোন। তবে প্রস্তুতির জন্যে তাদের এতোটা সময় লেগেছে।

বর্তমানে গ্রামীণফোনসহ আরও কয়েকটি অপারেটর অবশ্য রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াই-ফাই সার্ভিস দিচ্ছে।

*

*

Related posts/