Maintance

ইউটিউব চ্যানেলের গ্রাহক সংখ্যা জানুন সহজেই

প্রকাশঃ ১২:১৪ অপরাহ্ন, ডিসেম্বর ৫, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৮ অপরাহ্ন, ডিসেম্বর ৫, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আপনার ইউটিউব  চ্যানেলের গ্রাহক বা সাবস্ক্রাইবার কত হলো, তা জানতে চান প্রায়ই। এ জন্য প্রতিবার চ‍্যানেলে গিয়ে দেখতে হয় সাবস্ক্রাইব সংখ‍্যা।  এর বিকল্পও আছে।

আপনার ফোনে ‘রিয়েল টাইম সাবস্ক্রাইব কাউন্ট’ নামের একটি অ্যাপ ইন্সটল থাকলে সহজেই জানতে পারবেন এ তথ্য। এ অ্যাপের কল্যাণে ফোনের স্ক্রিন থেকে সহজেই তা জেনে নেওয়া যাবে।

 

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো

১. এটির মাধ‍্যমে যে কোনো ইউটিউব চ‍্যানেলের সাবস্ক্রাইব সংখ‍্যা দেখা যাবে। তবে কোনো ইউটিউব চ‍্যানেলের এডমিন সাবস্ক্রাইব দেখার অপশন বন্ধ রাখলে তা দেখা যাবে না।

২. কোনো চ‍্যানেলের সাবস্ক্রাইব দেখতে অ্যাপটির উপরে সার্চ অপশনের গিয়ে চ‍্যানেলটির নাম লিখতে হবে। তাহলে সাজেশনে চ‍্যানেলটির নাম দেখাবে। সেখানে চ‍্যানেলটিতে ক্লিক করলেই সরাসরি হলনাগাদ সাবস্ক্রাইব আপডেট পাওয়া যাবে।

৩. চাইলে ইউটিউব চ‍্যানেল বুকমার্ক করে রাখা যাবে। পরে বুকমার্ক অপশনে গিয়ে সরাসরি সাবস্ক্রাইব সংখ‍্যা দেখা যাবে।

৪. অ্যাপটিতে রয়েছে নোটিফিকেশন সুবিধা। কোন চ‍্যানেল কত সংখ‍্যক সাবস্ক্রাইব হলে নোটিফিকেশন আসবে, তা নির্ধারণ করে দেওয়া যাবে।

৫. অ্যাপটি ইন্টারনেট নির্ভর। তাই এটি  ব‍্যবহার করতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে।

৬. এতে রয়েছে উইজেট সুবিধা, যা ব‍্যবহার করে ফোনের হোম স্ক্রিন থেকেই সাবস্ক্রাইব সম্পর্কে জানা যাবে।

গুগল প্লেস্টোরে ৪.৫ রেটিং প্রাপ্ত অ্যাপটি ১০ লাখের বেশি ডাউনলোড হয়েছে।

এ ঠিকানা থেকে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করে ব‍্যবহার করা যাবে।

আরো পড়ুন

*

*

Related posts/