Maintance

নতুন ফিচার নিয়ে এলো উইন্ডোজ ফোন ৮.১

প্রকাশঃ ১১:৫৯ পূর্বাহ্ন, এপ্রিল ৫, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৯ পূর্বাহ্ন, এপ্রিল ৫, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাইক্রোসফটের মোবাইল অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোন ৮.১ এর নতুন সংস্করণ উম্মুক্ত করা হয়েছে। আরও সহজ এবং সবলীলভাবে ব্যবহার উপযোগী করার দিকে এতে বিশেষ নজর দেওয়া হয়েছে। নতুন অনেকগুলো ফিচার যুক্ত করা হয়েছে সংস্করণটিতে।

নতুন ফিচারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো করটানা। বহুর প্রতীক্ষিত এ সেবাটির জন্য অপেক্ষায় ছিলেন উইন্ডোজ ব্যবহারকারীরা। এটি হলো অ্যাপলের সিরি’র মতো ভয়েস কমান্ড সার্ভিস।

নতুন সংস্করণে যুক্ত করা হয়েছে অ্যাকশন সেন্টার। যা ব্যবহার করে সহজে অ্যাপ নিয়ন্ত্রণ করা যাবে।

Windows Phone _techshohor

Symphony 2018

সানফ্রান্সিসকোয় বার্ষিক ডেভেলপার সম্মেলনে সফটওয়্যার জায়ান্টটির মোবাইলের জন্য এ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোন ৮.১ অবমুক্ত করল।

নতুন সংস্করণে স্ক্রিনেও পরিবর্তন এসেছে। কাস্টমাইজ করে পছন্দ মতো ছবি যুক্ত করা যাবে লক স্ক্রিনে। এতে ওয়াই-ফাই সেন্স অটোমেটিকভাবে নিকটস্থ নেটওয়ার্ককেও যুক্ত করে নেবে।

দ্রুত গতির সোয়াইপ কিবোর্ডও যুক্ত করা হয়েছে ৮.১ সংস্করণটিতে।

চলতি মাসে লুমিয়া সিরিজের স্মার্টফোনে নতুন সংস্করণটি চালানো যাবে।

তুসিন আহমেদ

*

*

Related posts/