Maintance

ফোনে গানের আবেশ বাড়িয়ে দেবে ব্ল্যাক প্লেয়ার

প্রকাশঃ ৫:২৯ অপরাহ্ন, নভেম্বর ১০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৩ অপরাহ্ন, নভেম্বর ১০, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  স্মার্টফোন এখন একের ভেতর শুধু দুই নয়- বলা যেতে পারে একের ভেতর অনেক। অনেকেই এটি  ব্যবহার করেন মিউজিক ডিভাইস হিসেবেও।

কাজের মাঝে, অবসরে কিংবা যাত্রা পথে গান শোনার অভ্যাস অনেকেরই। স্মার্টফোনেই এখন গান শোনার কাজটি করেন বেশিরভাগ। তবে সঙ্গীতপ্রেমীদের ভালো সাউন্ড কোয়ালিটি ও নিয়ন্ত্রণ সুবিধা দিতে প্রয়োজন ভালো মানের মানে একটি মিউজিক প্লেয়ার অ্যাপের।

ফোনে ডিফল্টভাবে মিউজিক প্লেয়ার অ্যাপ ইন্সটল থাকলেও তাতে অনেক সুবিধা থাকে না। তাই থার্ডপার্টি কিছু অ্যাপ ইন্সটল করে নিলে ভালো সাউন্ড পাওয়া যায়। তেমনি চমৎকার একটি মিউজিক প্লেয়াল অ্যাপ্লিকেশন হলো ‘ব্ল‍্যাক প্লেয়ার’।

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
অ্যাপটিতে রয়েছে চমৎকার কাস্টমাইজ সুবিধা। ব‍্যবহারকারীরা পছন্দমত রঙ, ফন্ট ও অ্যানিমেশন পরিবর্তন করতে পারবেন।

এতে রয়েছে ইকুলাইজার নিয়ন্ত্রণের সুবিধা। ফোক, হেভি মেটাল, হিপ হপ, জ্যাজ, পপ, রক, এফএক্স বুস্টার ছাড়াও নিজের পছন্দমতো ইকুলাইজার নিয়ন্ত্রণ করা যাবে।

Symphony 2018

ফোন লক অবস্থাতেও অ্যাপটি নিয়ন্ত্রণে লকস্ক্রিন কাস্টমাইজ করার সুবিধা রয়েছে।

অ্যাপটির উপরে রয়েছে সার্চ সুবিধা, সেখানে কি ওয়ার্ডের সাহায‍্যে গান খুঁজে বের করা যাবে।

অফলাইনে কাজ করবে অ্যাপটি। ফলে একবার ডাউনলোডের পরে অ্যাপটি ব‍্যবহার করতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।

অ্যালবাম, গায়ক, প্লে লিস্ট ইত্যাদির ভিত্তিতে মোবাইলে থাকা গানগুলোকে পছন্দমতো সাজানো যাবে। ফলে ব্যবহারকারী নিজের পছন্দমতো ক্যাটাগরিতে গিয়ে গান শুনতে পারবে।

হিস্টোরি অপশন থেকে দেখে নেওয়া যাবে অ্যাপটি ব্যবহার করে কোন কোন গান শোনা হয়েছে।

৪.৫ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটির বিনামূল্যে এ ঠিকানা থেকে ডাউনলোড করে ব‍্যবহার করা যাবে।

অ্যাপটি এ পর্যন্ত পাঁচ লাখের অধিক ডাউনলোড হয়েছে।

*

*

Related posts/