Maintance

শর্টকাট তৈরির অ্যাপ

প্রকাশঃ ১১:৫১ পূর্বাহ্ন, অক্টোবর ৭, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫১ পূর্বাহ্ন, অক্টোবর ৭, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সব ব্যবহারকারীর স্মার্টফোনেই এমন কিছু অ্যাপ থাকে যেগুলো বেশি ব্যবহৃত হয়।

অনেক সময় অধিক ব্যবহৃত অ্যাপ বা ফাইলে দ্রুত ঢোকার প্রয়োজন হয়। সেক্ষেত্রে অ্যাপের ও ফোনের সেটিংস অপশনগুলো শর্টকাট হোম স্ক্রিনে রাখা যায়।

চাইলে মাত্র এক ক্লিকেই যে কোনো অ্যাপ,ফাইল কিংবা সেটিংসের শর্টকাট তৈরি করা সম্ভব। তেমনি একটি চমৎকার অ্যাপ হলো ‘মোরশর্টকাটস’।

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচার সমূহ:

অ্যাপটির মাধ্যমে ফোন থেকে যে কোনো অ্যাপের শর্টকাট তৈরি করা সম্ভব।

এর ইউজার ইন্টারফেস বেশ সহজ ও সুন্দর। মাত্র এক ক্লিকেই শর্টকাট তৈরি করে নেওয়া যায়।

অ্যাপটির মাধ্যমে ফোনের সেটিংসের শর্টকাট তৈরি করা সম্ভব। ফলে হোম পেইজ থেকেই মাত্র এক ক্লিকে সেটিংস অপশনে ঢোকা যায়।

অ্যাপটি সম্পূর্ণ অফলাইনেও কাজ করে। তাই ডাউনলোডের পরে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।

ফোনে থাকা যেকোনো ফাইল অডিও, ভিডিও ও ডকুমেন্টয়ের শর্টকাট তৈরি করা যাবে অ্যাপটির সাহায্যে।

যে অ্যাপ বা সেটিংসের শর্টকাট তৈরি করতে হবে তাতে ক্লিক করেই ফোনের হোম স্ক্রিনে শর্টকাট প্রদর্শিত হবে।

প্লেস্টোরে এ পর্যন্ত অ্যাপ্লিকেশনটি এক লাখেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। এই ঠিকানা থেকে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করে নেওয়া যাবে।

আরও পড়ুন: 

*

*

Related posts/