Maintance

উইন্ডোজ ৮ এ পুরনো স্টার্ট মেন্যুর স্বাদ দেবে স্টার্ট ৮

প্রকাশঃ ১:১২ অপরাহ্ন, এপ্রিল ৬, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১:১২ অপরাহ্ন, এপ্রিল ৬, ২০১৪

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ তেমন জনপ্রিয়তা পায়নি। বিশেষ করে স্টার্ট মেন্যুর পরিবর্তে মেট্রো স্টাইলের স্টার্ট মেন্যু থাকায় এটি ব্যবহারে আগ্রহ ছিল কম। মেন্যুটি উইন্ডোজ ৭ থেকে ভিন্ন হওয়ার কারণে তা পছন্দ হয়নি অনেকের।

তবে বেশ কিছু সফটওয়্যার রয়েছে যেগুলোর সাহায্যে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে আগের সংস্করণের মতো স্টার্ট মেন্যু ব্যবহার করা যায়। সে রকম একটি সফটওয়্যার হলো স্টারডক স্টার্ট ৮।

startmenu_techshohor

এক নজরে সফটওয়্যারটির ফিচারগুলো
স্টারডক স্টার্ট ৮ ব্যবহার করার সময়ে উইন্ডোজের যে কোনো থিম পরিবর্তনের সাথে সাথে স্টার্ট মেন্যুর কালার ও ডিজাইন পরিবর্তন হয়।

Symphony 2018

স্টার্ট ৮ দিয়ে উইন্ডোজ ৭ এর মতো একই ধরণের স্টার্ট মেন্যু পাওয়া যায়।

ক্লাসিক স্টার্ট মেন্যুটি অন্যান্য উইন্ডোজ সংস্করণের মতোই ব্যবহার করা খুব সহজ। বিশেষ করে উইন্ডোজ ৭ এর স্টার্ট মেন্যু ব্যবহারকারীদের জন্য স্টার্ট ৮ সফটওয়্যারটি বেশি কাজে দেবে।

মেট্রো স্টাইলের সঙ্গে অনেকটা মিল রেখে স্টার্ট ৮ এর স্কিন বা স্টাইল ডিজাইন করা হয়েছে। যা দেখে মনে হবে উইন্ডোজ ৮ এর মেট্রো স্টাইল স্টার্ট মেন্যুই ব্যবহার করা হচ্ছে।

সফটওয়্যারটি এ ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

*

*

Related posts/