Maintance

এবছরেই ম্যাকের জন্য নতুন অফিস

প্রকাশঃ ২:৫৮ অপরাহ্ন, মার্চ ১৪, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:০১ অপরাহ্ন, মার্চ ১৪, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এ বছরের শেষ নাগাদ সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস সফটওয়্যার উন্মুক্ত করবে। বর্তমানে নতুন আপডেট আনতে কাজ চলছে বলে জানিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের নিজস্ব অপারেটিং সিস্টেম উইন্ডোজের জন্য অফিস সফটওয়্যারের আপডেট আনা হলেও দীর্ঘদিন ধরে ম্যাকের জন্য সফটওয়্যারটি আপডেট আনা হয়নি। সর্বশেষ ২০১০ সালে উন্মুক্ত করা ‘ম্যাক ২০১১’ নামে অফিস সফটওয়্যারটি বর্তমান পর্যন্ত ম্যাকের জন্য অফিসের সর্বশেষ সংস্করণ।

office for mac-TechShohor

এ প্রসঙ্গে মাইক্রোসফটের অফিস প্রোডাক্টস ম্যানেজার থ্রস্টেন জাবসেন জানান, বেশ আগেই ‘অফিস ২০১৩’ সংস্করণটি ম্যাকের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা ছিলো। তবে ২০১০ সালে ম্যাক ডেভেলপমেন্ট টিম নতুনরুপে গঠনের পর সে পরিকল্পনা বাস্তবায়ন পিছিয়ে যায়। বর্তমানে কাজ চলছে। এ বছরের মধ্যেই নতুন সংস্করণ উন্মুক্ত করা হবে।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মাইক্রোসফট।

– সিনেট অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

Related posts/