Maintance

নানা ফিচারে অপেরা মিনির নতুন সংস্করণ উন্মুক্ত

প্রকাশঃ ৩:১২ অপরাহ্ন, মার্চ ১৩, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:১২ অপরাহ্ন, মার্চ ১৩, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মোবাইল ফোনের জনপ্রিয় ব্রাউজার অপেরা মিনির নতুন সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। ‘অপেরা মিনি ৮’ কোড নামের এই সংস্করণে নিত্য নতুন অনেক ফিচার যুক্ত করা হয়েছে।

বুধবার উন্মুক্ত হওয়া নতুন অপেরা মিনি ৮ ব্রাউজারটি জাভা প্লাটফর্ম এবং ব্ল্যাকবেরি ডিভাইসে ব্যবহার করা যাবে।

operia mini_techshohor operia mini_techshohor

Symphony 2018

অপেরা মিনি ৮ সংস্করণটি ইন্টারফেসে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগের তুলনায় গতি বৃদ্ধি করা হয়েছে। এতে নিরাপত্তার জন্য যুক্ত করা হয়েছে প্রাইভেট মোড। প্রাইভেট মোডে নতুন ট্যাব ওপেন করলে পাসওয়ার্ড এবং ইউজার নেইম সংরক্ষিত হবে না।

রাতে ব্রাউজ করার জন্য এতে যুক্ত করা হয়েছে নাইট মুড। ফলে স্ক্রিনের আলো কমিয়ে ওয়েবসাইট ব্রাউজ করা যাবে। ডেটা সেভিং প্রযুক্তিতেও এসেছে পরিবর্তন। এতে ব্যবহারকারীরা ডেটার পরিমাণ দেখার সঙ্গে সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।

– ফোন এরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/