Maintance

রোদ বৃষ্টির খবর জেনে নিন ওয়ান ওয়েদার থেকে

প্রকাশঃ ১:০৩ অপরাহ্ন, জুলাই ২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:০৩ অপরাহ্ন, জুলাই ২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আষাঢ়ে চারিদিক আধার করে কখন বৃষ্টি হবে তা বোঝা বড়ই কঠিন। বাসা থেকে বের হলেন রোদ ঝলমলে আবহাওয়া দেখে। অথচ কিছু দূর যাওয়ার পরেই শুরু হলো বৃষ্টি। তখন কাকভেজা হয়ে অফিস যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না।

তাই বাসা থেকে বের হওয়ার আগে আবহাওয়ার খবরটা জেনে নেওয়া গেলে সুবিধা হতো। আবহাওয়ার খবর জানতে তেমনি একটি অ্যাপ্লিকেশন হলো ওয়ান ওয়েদার।

 

apps-techshohor

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
১. আবহাওয়ার সর্বশেষ খবর জানা যাবে। একই সঙ্গে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করে সার্ভার থেকে যাবতীয় তথ্য পাওয়া যাবে।

২. অ্যাপটির ইউজার ইন্টারফেস সুন্দর করে সাজানো।

Symphony 2018

৩. এতে রয়েছে নোটিফিকেশন সুবিধা। চাইলে প্রতি ঘন্টায় আবহাওয়ার খবর নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে অ্যাপটি।

৪. রয়েছে উইজেট সুবিধা। ফলে হোম স্ক্রিন থেকে আবহওয়ার খবর জানা যাবে।

৫. এটির অসুবিধা হলো চালু করলে নিচের দিকে বিজ্ঞাপন প্রদর্শিত হয়, যা অনেক সময় বিরক্ত লাগতে পারে।

৬. আবহওয়ার পারিমান কোন ইউনিটে দেখতে চান তা নির্ধারণ করে দেওয়া যাবে সেটিংস থেকে।

গুগল প্লেতে ৪.৫ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটি ১০ লাখের বেশি ডাউনলোড হয়েছে।

এ ঠিকানা থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে নেয়া যাবে।

আরও পড়ুন

*

*

Related posts/