Maintance

নতুন ফিচারে আমাদের রেল অ্যাপ

প্রকাশঃ ১২:২৪ অপরাহ্ন, এপ্রিল ১৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৫ অপরাহ্ন, এপ্রিল ১৯, ২০১৭

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এখনও ট্রেনকে নিরাপদ ভ্রমণের ভরসা মানেন বেশিরভাগই। নতুন বা পুরনো গন্তব্যে যেতে রেলকেই বেছে নিতে চান সবার আগে। তবে টিকেট কাটতে দীর্ঘ লাইনে দাঁড়ানো কিংবা সময়সূচী নিয়ে দ্বিধায় থাকার কারণে কেউ কেউ বিমুখ গণপরিবহনের এ সেবা নিতে।

এ ঝামেলা থেকে মুক্তি দিতে দেশীয় অ্যাপ্লিকেশন প্রতিষ্ঠান ডিকোড উন্মুক্ত তৈরি করেছিল আমাদের রেল অ্যাপ্লিকেশনটি।

সম্প্রতি চমৎকার এ অ্যাপকে নতুন রূপে ও আরও নতুন ফিচার দিয়ে সাজিয়েছে প্রতিষ্ঠানটি।

 

amader-rel-techshohor

ডেভেলপার প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা মো. সোহাগ মিয়া টেকশহর ডটকমকে জানান, আমাদের রেল অ্যাপটি বেশ সাড়া ফেলেছিল যাত্রীদের মাঝে। ব্যবহারকারীদের কথা ভেবেই নতুন আপডেট আনা হয়েছে। ফলে ব্যবহারকারীদের ট্রেন যাত্রা আরও সহজ হবে।

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো

১. এতে রয়েছে দেশের সব ট্রেনের শিডিউলের বিস্তারিত তথ্য।

২. সব স্টেশনের লোকেশন জানা যাবে।

৩. সবগুলো জেলা বা বিভাগে যাতায়াতের জন্য ট্রেনের টিকিটে কত খরচ হবে তা জানা যাবে।

Symphony 2018

৪. অ্যাপটিতে রয়েছে ট্রেন ট্র্যাকিং সুবিধা। বিলম্বের বিষয়টি জেনে যাবেন সহজেই।

৫. এসএমএসয়ের মাধ্যমে মোবাইল টিকেট কেনা বা বুকিং সুবিধা পাওয়া যাবে।

৬. আরও আছে রেলের বিভিন্ন খবর পাবার জন্য নোটিশ বোর্ড।

৭. রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের টেলিফোন বা মোবাইল নাম্বার।

৮. এতে সব তথ্য বিভাগ অনুযায়ী সাজানো আছে। ফলে সহজে যে কোনো ট্রেন বা স্টেশন সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা।

 

৯. এটি অফলাইনেও ব্যবহার করা যাবে। তাই একবার ডাউনলোডের পর ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।

গুগল প্লেস্টোরে ৪.৫ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশন ৫০ হাজারের অধিক ডাউনলোড হয়েছে।

এ ঠিকানা থেকে অ্যাপ্লিকেশনটির ডাউনলোড করা যাবে।

দেশীয় অ্যাপবাজার থেকেও অ্যাপটি ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন

*

*

Related posts/