Maintance

স্বাস্থ্য সেবার অনেক তথ্য দেশি অ্যাপে

প্রকাশঃ ১১:৫৮ পূর্বাহ্ন, এপ্রিল ১২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৮ পূর্বাহ্ন, এপ্রিল ১২, ২০১৭

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্বাস্থ্য বিষয়ক নানা অ্যাপ থাকলেও দেশের উপযোগী পূর্ণাঙ্গ একটি অ্যাপ  খুঁজে পাওয়া মুশকিল। এ অভাববোধ পূরণ করতে এগিয়ে এসেছে দেশীয় অ্যাপ্লিকেশন নিমার্তা প্রতিষ্ঠান আইটিমেডিকাস। তারা তৈরি করেছে পেশেন্ট এইড নামের একটি অ্যাপ্লিকেশন।

অ্যাপটিতে রয়েছে বাংলা ও ইংরেজিতে  নির্ভুল ও সর্বশেষ ওষুধের তালিকা। এ ছাড়া নির্দেশিকা, স্বাস্থ্যসেবামুলক টিপসসহ চিকিৎসা বিষয়ক নানা পরমর্শ ও প্রতিরোধ ব্যাবস্থাগুলো তুলে ধরা হয়েছে এতে।

apps-techshohor

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো

অ্যাপটিতে সকল ওষুধের বিস্তারিত তথ্য বাংলায় পাওয়া যাবে।

চিকিৎসকের চেম্বারের বিস্তারিত তথ্য ও ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুবিধা রয়েছে অ্যাপটিতে।

হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, অ্যাম্বুলেন্স, ফার্মেসি, ব্লাড ব্যাংক ইত্যাদির ঠিকানা পাওয়া যাবে অ্যাপটির সাহায্যে।

apps-techshohor

Symphony 2018

শারীরিক লক্ষণের ভিত্তিতে সম্ভাব্য বিশেষজ্ঞ চিকিৎসকের তালিকাও দেখাবে অ্যাপটি ।

অ্যালার্মের নির্দিষ্ট সময় ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিবে অ্যাপটি ।

ক্যালকুলেটরের সাহায্যে ওষুধের সাপ্তাহিক, মাসিক মূল্য নির্ধারণ করা যাবে অ্যাপটির সাহায্যে।

সুস্থ জীবন ধারার জন্য দৈনন্দিন ও বিশেষ স্বাস্থ্য সচেতনতামুলক তথ্য যেমন খাদ্য ও পুষ্টি, ব্যায়াম, রোগ ব্যাধি, মা ও শিশু স্বাস্থ্য, প্রাথমিক চিকিৎসা বিষয়গুলো তুলে ধরা হয়েছে এতে।

৪.২ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটির ইতোমধ্যে প্লেস্টোর থেকে এক হাজারে অধিক ডাউনলোড হয়েছে।

এ ঠিকানা থেকে অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: 

 

*

*

Related posts/