Maintance

পিসিতে ভিডিও দেখুন আরও সহজে

প্রকাশঃ ১:৩৯ অপরাহ্ন, এপ্রিল ১৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৯ অপরাহ্ন, এপ্রিল ১৩, ২০১৭

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কম্পিউটারে ভিডিও দেখার জন্য ডিফল্টভাবে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দেওয়া থাকে। তবে এ সফটওয়্যার অনেকের পছন্দ নয়। উইন্ডোজ ব্যবহারকারীদের কাছে মিডিয়া প্লেয়ার হিসেবে কেএমপ্লেয়ার বেশ জনপ্রিয়। তবে এটির নতুন সংস্করণগুলোতে বিজ্ঞাপণের ঝামেলা রয়েছে ও হ্যাং করে।

এসব ঝামেলা থেকে মুক্তি দেবে ‘গম প্লেয়ার’ নামে সহজ সরল ইন্টারফেসের সফটওয়্যারটি। এটি কম্পিউটার ব্যবহারকারীদের ভিডিও দেখা করবে আরও উপভোগ্য করবে।

gom-player-techshohor

এক নজরে সফটওয়্যারটির ফিচারগুলো

এটি সাউন্ড ও ভিডিও চলাকালীন সময়ে সহজেই কিবোর্ডের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়।

৩৬০ ডিগ্রি ভিডিও ও থ্রিডি দেখার সুবিধা রয়েছে এতে।

সেটিংস থেকে ভিডিওয়ের ব্রাইটনেস ও অডিও কোয়ালিটি কেমন হবে তা ব্যবহারকারীরা নির্ধারণ করে দিতে পারবেন।

সফটওয়্যারটির মজার ফিচার হলো ট্রান্সফারেন্ট। এটি উপরে পাওয়া যাবে।

এমপিফোর, এভিআই, এমকেভিসহ ভিডিওয়ের সব ধরনের ফরম্যাট সমর্থন করে সফটওয়্যারটি।

বিনামূল্যে অ্যাপ্লিকেশনটি এ ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন

*

*

Related posts/