Maintance

নতুনরুপে উইন্ডোজ ফোনে ফেইসবুক মেসেজিং অ্যাপ

প্রকাশঃ ৩:৩৪ পূর্বাহ্ন, মার্চ ১, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৪ পূর্বাহ্ন, মার্চ ১, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের আকাঙ্খিত অ্যাপ ফেইসবুক মেসেঞ্জার চালু করছে ফেইসবুক।

ফেইসবুক কর্তৃপক্ষ সম্প্রতি এ মেসেজিং অ্যাপ চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বলে জানায় প্রযুক্তি বিষয়ক পোর্টাল টেকট্রি। এর জন্য উইন্ডোজ ফোনের মেসেজিং অ্যাপটি স্বতন্ত্র নকশায় সাজাচ্ছে ফেইসবুক।

facebook-messenger-windows-phone-TechShohor

আগে উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা বিক্ষিপ্ত প্রতিক্রিয়া জানাচ্ছিলেন এই কারণে যে, ফেইসবুক মেসেঞ্জারের অ্যান্ড্রয়েড সংস্করণের সঙ্গে উইন্ডোজ ফোন সংস্করণের বেটা সংস্করণের বেশ মিল ছিলো। যার প্রেক্ষিতে ফেইসবুক কর্তৃপক্ষ ফোনটির মেট্রোস্টাইলের সঙ্গে মিল রেখে নতুন করে অ্যাপটির ডিজাইন করে তা বাজারে ছাড়ছে।

উইন্ডোজ ফোন বাজারে আসার প্রথম দিকে এরপ্রতি স্মার্টফোন ক্রেতাদের ততটা আগ্রহ দেখা যায়নি। আর এজন্য প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও সফটজায়ান্ট মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলো নিয়ে খুব একটা ভাবেনি।

পরে যখন ক্রেতাদের আগ্রহ বাড়তে থাকে তখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও উইন্ডোজ ফোনের জন্য অ্যাপ বানাতে আগ্রহী হতে থাকে।

– আল আমীন দেওয়ান

*

*

Related posts/