Maintance

ফেইসবুকও জানাবে আবহাওয়ার খবর

প্রকাশঃ ২:৩৮ অপরাহ্ন, মার্চ ১১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৯ অপরাহ্ন, মার্চ ১১, ২০১৭

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সকালে বাসা থেকে কর্মক্ষেত্রে যাওয়ার আগে আবহওয়ার খবর জানলে সুবিধা হয়। বৃষ্টির সম্ভাবনা থাকলে ছাতা নিয়ে নেওয়া যায়। এ জন্য এখন আর রেডিও, টিভি কিংবা সংবাদপত্রের উপর নির্ভর করার দরকার নেই।

স্মার্টফোনের এ সময় আবহওয়ার খবর অ্যাপেই জানা যায়। এমন অনেক অ্যাপ রয়েছে। তবে আবহাওয়ার জন্য আলাদা কোনো অ্যাপ ফোনে ইন্সটল না করে ফেইসবুকের মাধ্যমেই তা জানা যাবে দিনটি কেমন যাবে।

সম্প্রতি জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে। যেভাবে ফেইসবুক অ্যাপের মাধ্যমে আবহওয়ার খবর জানবেন তা এ প্রতিবেদনে তুলে ধরা হলো।
apps-techshohor (4)

আপনার ফোনে ফেইসবুক অ্যাপ না থাকলে সেটি ডাউনলোড করে লগইন করতে হবে ইউজার নাম ও আইডি দিয়ে।

তারপর উপর ডান পাশে থাকা মেন্যু অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখা যাবে বাম পাশে।

apps-techshohor (1)

Symphony 2018

এরপর সেখান থেকে apps মেনুতে দিয়ে ‘see all’-এ যেতে হবে।

apps-techshohor (3)

তাহলে ফেইসবুকের সবগুলো অ্যাপনির্ভর নানা ফিচার দেখা যাবে। সেখানে ‘weather’ নামে অ্যাপটি দেখা যাবে।

apps-techshohor (2)

তাতে ক্লিক করলেই আবহওয়ার খবর জানা যাবে। যদি লোকশন ঠিক না থাকে, তাহলে ডান দিকের উপরে থাকা সেটিংস আইকনে ক্লিক করে লোকেশন ও আবহওয়ার একক ঠিক করে নেওয়া যাবে।

আরও পড়ুন

*

*

Related posts/