Maintance

সহজে খবর পড়ার অ্যাপ আনল ইয়াহু

প্রকাশঃ ২:১৩ অপরাহ্ন, জানুয়ারি ৮, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ২:১৩ অপরাহ্ন, জানুয়ারি ৮, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্টারনেট জায়ান্ট ইয়াহু সংবাদ সংক্ষিপ্ত করে উপস্থাপনের জন্য একটি অ্যাপ্লিকেশন চালু করেছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া কনজিউমার ইলেক্ট্রনিক্স শোতে (সিইএস) অ্যাপটি উন্মোচন করা হয়েছে।

এটি ‘সামলি’ অ্যাপের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি তৈরি করে ১৭ বছরের বৃটিশ কিশোর নিক ডি’অ্যালইসিও।

প্রতিদিন হাজারো গণমাধ্যমে প্রচুর খবর প্রকাশিত হয়। সব সংবাদের মাঝে নিজের প্রয়োজনীয় এবং পছন্দ সই সংবাদ পড়তে সাহায্য করবে অ্যাপটি।

yahoo apps_techshohor

Symphony 2018

এটির বিশেষ নিউজ অ্যাপ্লিকেশান যা অনলাইনের কোনো সংবাদকে ২০০ শব্দের ভিতরে সংক্ষিপ্ত করে ফেলবে। ফলে এর ব্যবহারকারীরা সহজে কোনো সংবাদের মূল অংশ অল্প সময়ে পড়ে ফেলতে পারবেন।

অ্যাপটিতে সংক্ষপ্তি রূপে সকল সংবাদ সাজানো থাকবে। যখন কোনো সংবাদ পড়া হয়ে তখন গ্রাফে দেখানো হবে সংবাদটি পড়া হয়েছে। ফলে এত সব খবরের মাঝে একই খবর দুবার পড়তে হবে না।

গত বছর ৩০ মিলিয়ন ডলারে ‘সামলি’ অ্যাপটি কিনে নেয় ইয়াহু এবং অ্যাপটির ডেভলাপার নিক ডিঅ্যালোসিওকে ইয়াহুতে যোগদানের আমন্ত্রণ জানায়। নিক বর্তমানে ইয়াহুতে কাজ করছেন।

– বিবিসি নিউজ অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/