Maintance

প্রোগ্রামিং শেখাবে অ্যাপ

প্রকাশঃ ১:২৮ অপরাহ্ন, অক্টোবর ৮, ২০১৫ - সর্বশেষ সম্পাদনাঃ ১:২৮ অপরাহ্ন, অক্টোবর ৮, ২০১৫

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তথ্যপ্রযুক্তির চাকরির বাজার এখন বেশ ভালো। বেতন ও চাহিদা উভয় দিক দিয়েই ভালো অবস্থানে রয়েছে খাতটি। বিশেষ করে উল্লেখ্যযোগ হলো প্রোগ্রামিং।

কম্পিউটার প্রোগ্রামিংয়ের অনেক ভাষা রয়েছে। কম্পিউটিংয়ের মূল উত্তেজনা লুকিয়ে রয়েছে এসব ভাষার আড়ালে। এগুলো শিখলে নতুন অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার তৈরি করা যায়। আর চাকরির বাজারে প্রোগ্রামাদের চাহিদাও ভালো।

এ কারণে প্রোগ্রামিং শিখতে চান অনেকে। তবে ভালো প্রশিক্ষণ বা অধিক মূল্যের কারণে প্রশিক্ষণ শুরু করতে পারছেন না অনেকে। তাদের শেষ ভরসা টিউটোরিয়াল। এবার আগ্রহীদের জন্য আরও সুযোগ তৈরি হয়েছে স্মার্টফোনের অ্যাপ্লিকেশনে মাধ্যমে প্রোগ্রামিং শেখার। তেমনি একটি অ্যাপ্লিকেশন হলো ‘প্রোগ্রামিং হাব’।

apps

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
অ্যাপটিতে রয়েছে জাভা, পাইথন, সি প্রোগ্রামিং ভাষা ডিফল্টভাবে শেখার টিউটোরিয়াল।

যে কোনো প্রোগ্রামের কোড কপি করার ব্যবহার রয়েছে এতে।

Symphony 2018

ব্যবহারকারীরা ডিফল্ট তিনটি ছাড়াও আরও ১০ প্রোগ্রামিং ভাষা সর্ম্পকে ডাউনলোড করে শিখতে পারবেন।

অ্যাপটিতে রয়েছে কুইক সার্চ অপশন। ফলে যে কোনো কোড সহজে সার্চ করা যাবে।

যে কোনো প্রোগ্রাম সহজে বন্ধুদের মাঝে শেয়ার করা যাবে অ্যাপটি ব্যবহার করে।

অ্যাপ্লিকেশনটিতে সব প্রোগ্রামগুলো ক্যাটাগরি আকারে সাজানো আছে।

অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ অফলাইনে কাজ করবে। তবে নতুন কোনো প্রোগ্রামিং ভাষা প্যাক নামাতে হলে ইন্টারনেট সংযোগ লাগবে।

গুগল প্লেস্টোরে  ৪.২ রেটিংয়ের অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে এ ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন 

*

*

Related posts/