Maintance

ট্যাবলেটে ওরাকলের সিকিউর সফটওয়্যার

প্রকাশঃ ৬:২৯ অপরাহ্ন, ডিসেম্বর ৫, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৯ অপরাহ্ন, ডিসেম্বর ৫, ২০১৩

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওরাকলের ডেস্কটপ সিকিউর সফটওয়্যার এখন থেকে ট্যাবলেট বা আইপ্যাডে ইন্সটল করা যাবে। প্রযুক্তির আধুনিকতায় আইপ্যাড বা ট্যাবলেটের চাহিদা এবং ব্যবহার বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে ওরাকল।

ওরাকল সিকিউর গ্লোবাল ডেস্কটপ নামক সফটওয়্যারটি আগে শুধু ডেস্কটপে ব্যবহার করা যেত। তবে যারা উইন্ডোজ এবং ম্যাকের গুগলক্রমে এইচটিএমএল৫ ব্যবহার করছেন তাদের ডিভাইসে আলাদাভাবে এটি ইন্সটল করতে হবে না।

Symphony 2018

oracle-logo_Tech Shohor

ওরাকলের লিন্যাক্স অ্যান্ড ভার্চুয়াল ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উইম কোয়েকার্টস বলেন, “অ্যান্ড্রয়েড ট্যাবলেট এবং আইপ্যাডে এই সুবিধা যোগ হওয়ার ফলে নতুন এই সংযোগ এর চাহিদা বাড়বে এবং আগের যে কোন সময়ের তুলনায় এর সংযোগ নেয়া ডিভাইসের সংখ্যা বাড়বে। এর ফলে গ্রাহকের নিজেদের সময় বাঁচবে এবং বিনিয়োগের সুফল তারা ভোগ করবেন।”

– বিজ্ঞপ্তি থেকে তুহিন মাহমুদ

*

*

Related posts/