Maintance

মোবাইলে কয়েক মিনিটেই প্রফেশনাল ভিডিও তৈরি

প্রকাশঃ ১:০৭ অপরাহ্ন, নভেম্বর ৮, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ১:০৭ অপরাহ্ন, নভেম্বর ৮, ২০১৩

হাসান যোবায়ের, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোনে ক্যামেরা দিয়ে শুধু ছবি নয়, এইচডি ভিডিও ধারণ করার জন্যও ব্যবহৃত হয়। ছবি সম্পাদনা (এডিট) করার জন্য অ্যান্ড্রয়েডে অনেক অ্যাপস থাকলেও ভিডিও সম্পাদনার জন্য তেমন প্রচলিত অ্যাপস খুবই কম। তবে এখন স্মার্টফোনেও ভিডিও সম্পাদনা করা যাবে খুব সহজেই এবং বানানো যাবে অটোমেটিক মুভি! এজন্য কাজের অ্যাপস ‘ম্যাজিস্টো।

 এই মজার এবং কাজের অ্যান্ড্রয়েড অ্যাপসটির পুরো নাম হলো ‘ম্যাজিস্টো ভিডিও এডিটর অ্যান্ড মেকার’ (Magisto Video Editor & Maker)। অ্যাপসটি ব্যবহার করে যে কোন ভিডিও ক্লিপ অথবা অনেকগুলো ছবির সমন্বয়ে চমৎকার মুভিতে রুপান্তর করা যাবে। যেখানে থাকবে আপনার পছন্দের মিউজিক, দৃষ্টি আকর্ষণীয় গ্রাফিক্স এবং ইফেক্ট। খুব সহজে মাত্র কয়েক মিনিটেই কাজটি করা যাবে। অ্যাপসটি ব্যবহার করার জন্য ভিডিও এডিটর হওয়ার কোনই প্রয়োজন নেই। এই অ্যাপস আপনার ভিডিও এবং ফটো অ্যানালাইজিং করে প্রফেশনাল মানের মুভি তৈরি করে দিবে। এগুলো সরাসরি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।  অটোমেটিক ভিডিও স্টাবিলাইজেশন, ফিল্টারস, ইফেক্ট, ট্রানজিশন সব মিলিয়ে অসাধারণ ক্রিয়েশন হবে। চেহারা চিহ্নিত করে সঠিক ইফেক্ট দিয়ে থাকে এই অ্যাপস। ইন্টারনেট অথবা আপনার ডিভাইস থেকে সাউন্ড ট্র্যাক সিলেক্ট করে দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার হওয়ার জন্য। আর হ্যাঁ এই অ্যাপসটি চালাতে অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন হবে। বিনামুল্যের সংস্করণের পাশাপাশি প্রিমিয়াম সার্ভিসও রয়েছে।

Symphony 2018

আরো বিস্তারিত জানতে দেখতে পারেন এই ভিডিও

ডাউনলোডঃ
১৭ মেগাবাইটের বিনামুল্যের এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এখান থেকে। 

*

*

Related posts/