Maintance

ছবি সুন্দর করবে 'ফটো এডিটর প্রো' অ্যাপ

প্রকাশঃ ১০:৫৯ পূর্বাহ্ন, এপ্রিল ১২, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৩ অপরাহ্ন, এপ্রিল ১২, ২০১৮

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর :  বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ‍্যমে সবাই ছবি শেয়ার করে থাকে। ফোনে ছবি তোলার পরে তা সম্পাদন করলে ছবি আরও শার্প হয়। প্রতিনিয়ত স্মার্টফোনে ছবি এডিট করার জন্য তৈরি হচ্ছে নতুন নতুন অ্যাপ। যেগুলো দিয়ে সহজেই নিজের মনের মতো করে ছবি এডিট করা যায়। তেমনি একটি অ্যাপ হলো ‘ফটো এডিটর প্রো’।

এক নজরে অ‍্যাপ্লিকেশনটির ফিচার সমূহ

১.  এক ক্লিকে ছবিতে ফিল্টার যুক্ত করা যাবে।

২. অ‍্যাপটির মাধ‍্যমে কয়েকটি ছবিকে একত্র করে কোলাজ করা যাবে।

৩. এটি ব্যবহার করে ছবি আঁকা ও তাতে টেক্সট যুক্ত করা যাবে।

৪. ক্রপ, রোটেশন ও কালার ব‍্যালেন্স সুবিধা পাওয়া যাবে অ‍্যাপটিতে।

Symphony 2018

৫. এতে অনেক ধরণের ফ্রেম রয়েছে। সেগুলো দিয়ে ছবিকে আরও সুন্দর করে তোলা যাবে।

৬. অ‍্যাপটির মাধ্যমে ছবি সম্পাদনের পর তা সরাসরি সামাজিক যোগাযোগ মাধ‍্যমে শেয়ার করা যাবে।

৭. ছবি নির্দিষ্ট অংশ ব্লার করতেও সহায়তা করবে অ‍্যাপটি।

ইন্টারনেট ছাড়াও অফলাইনে কাজ করবে অ্যাপ্লিকেশনটি। তাই একবার ডাউনলোডের পর পুনরায় ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।

৪.৩ রেটিং প্রাপ্ত অ‍্যাপটি গুগল প্লেস্টোর থেকে ১০০ মিলিয়নের বেশি বার ডাউনলোড করা হয়েছে। এই ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

আরো পড়ুন:

*

*

Related posts/