Maintance

প্রোফাইলে প্রোফাইলে শাহরুখ-সানি

প্রকাশঃ ৭:১৩ অপরাহ্ন, জুলাই ১৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৩ অপরাহ্ন, জুলাই ১৯, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যারা নিয়মিত ফেইসবুক ব্যবহার করেন তারা হয়তো খেয়াল করেছেন হোম পেইজটি শাহরুখ খানের সেলফিতে ভরা! অবাক হয়ে অনেকেই ভাবছেন, বাহ শাহরুখ খান এখন জনসাধারণের কাতারে নেমেছেন, তুলছেন সাধারণের সঙ্গে সেলফি!

এমনি শত শত সেলফি ঠাঁই পেয়েছে ফেইসবুকের প্রোফাইলে প্রোফাইলে। সেখানে দেখা যাচ্ছে, শাহরুখের পেছনে দাঁড়িয়ে আছেন প্রোফাইলের মালিক!

‘ফেইসবুক ফ্রেম’ নামের এই ফিচারের ‘কল্যাণে’ অনেকেই এখন শাহরুখের সঙ্গে নিজের ছবি জুড়ে দেওয়ার সুযোগটি পাচ্ছেন। আর তাতেই এমন অবস্থা।

তবে শুধু শাহরুখ খানের নয়, ফ্রেমে এমন সেলফি নেওয়া যাবে একসময়ের পর্নো তারকা এবং বর্তমানে বলিউডের অভিনেত্রী সানি লিওনিকেও।

তারকা সেলফির পাশাপাশি চাইলে ‘ট্রিবিউট টু হুমায়ূন আহমেদ’ নামে অপশনটির মাধ্যেমে নিজেকে হিমুর হলুদ পাঞ্জাবিতে দেখা যাবে। আবার দেখা যাবে

দুদিনের মধ্যেই শাহরুখের সেলফি তোলার এই ছবি ভাইরাল হয়েছে। এবার এতে যুক্ত হয়েছে সানি লিওনির ছবি। এসব ছবি নিয়ে ট্রলও হচ্ছে দেদার।

একটি ছবিতে যেমন শাহরুখের ছবি দিয়ে লিখে দেওয়া হয়েছে বাংলাদেশে হঠাৎ সফরে এসে ছবি তুলতে তুলতে ক্লান্ত শাহরুখ।

একজন এমন একটি ছবি ফেইসবুকে পোস্ট করে লিখেছেন, অনেকদিন থেকেই দেখা করতে চাইছিলো শাহরুখ, এবার আসলো, দেখা করে সেলফিও নিলো।

আনিকা জীনাত

*

*

Related posts/