Maintance

বাইরে বৃষ্টি, খেলা নিয়ে ফেইসবুকে শঙ্কার ঝড়

প্রকাশঃ ৭:৪৫ অপরাহ্ন, মার্চ ৬, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৫ অপরাহ্ন, মার্চ ৬, ২০১৬

ইমরান হোসেন মিলন, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দিনের সূর্য ডুবি ডুবি করে হালকা মেঘে হয়েছে নিরুদ্দেশ। নেমেছে সন্ধ্যা। অপেক্ষা তখন শুধুই সাড়ে সাতটা বাজার। সেই অপেক্ষা বাড়িয়ে দিয়ে হালকা মেঘ যেনো মিরপুরের আকাশে একটু ঘটা করেই ঘন মেঘে পরিণত হয়েছে। শুরু হয়েছে বৃষ্টি আর ঝড়।

তবে কোটি মানুষের প্রত্যাশিত এশিয়া কাপের ফাইনাল ম্যাচ হবে কি হবে না সেই শঙ্কা এবার তুমুল ঝড় তুলেছে ফেইসবুকে।
টিকিট নামক সোনার হরিণ যারা পেয়েছেন তারা ইতোমধ্যে স্টেডিয়ামে গিয়ে তাদের যাওয়ার খবর জানান দিচ্ছেন ফেইসবুকে। কেউ স্ট্যাটাস আবার কেউবা সেলফি দিয়ে।

তবে ঝড়ের মধ্যে ফেইসবুকে ওঠা শঙ্কাপূর্ণ ঝড়ের বার্তা দিয়ে জাহেদা পারভিন নামের একজন লিখেছেন, এইসব কি শুরু হলো??? এত মানুষের আশা ভরসা স্বপ্ন বৃষ্টির পানিতে একটু একটু করে ধুয়ে যাচ্ছে। আল্লাহ রহম করো…।

Cricket

মিরপুর মাঠের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় লিখেছেন, এখনও তুমুল বৃষ্টি। বৃষ্টি-ঝড় থামলে হয়তো চান্স ছিলো। তবে খারাপ খবর হলো, প্রচণ্ড ঝড়ের কারণে কাভার ঠিকমতো বসানো যায় নাই শুরুতে। এখনও কাভার স্ট্যাবল করতে পারে নাই। ফলে উইকেট ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে।

হামিদ নামের একজন স্টেডিয়ামে বসে লিখেছেন, ধুর, স্টেডিয়ামেও বৃষ্টি।

বৃষ্টি চাওয়া নয়, বরং বৃষ্টি চলে যাওয়ার জন্য দোয়া করছে সবাই। অনেকে আবার নিজের দলের খেলা দেখতে বৃষ্টি চলে যেতে কবিতা, ছড়াকে একটু ভিন্নতা দিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। সাবিলা ইনুন নামের এক ফেইসবুক ব্যবহারকারী লিখেছেন, রেইন রেইন গো অ্যাওয়ে, কামস এগেইন ইন অ্যানাদার ডে, উই ওয়ান্ট আওয়ার টিম প্লে, রেইন রেইন গো অ্যাওয়ে…

কেউ এই বৃষ্টিটা থামা। আজ যে চ্যাম্পিয়ন হবার দিন বলে স্ট্যাটাস দিয়েছেন ফাহমিদ সৌরভ।

তবে অনেকেই দিচ্ছেন অনেক ধরনের শঙ্কার খবর। বিশেষ করে যারা স্টেডিয়ামে আছেন। তেমনই একটি পোস্ট চোখে পড়ে বাংলাদেশ প্রতিদিনের ক্রীড়া প্রতিবেদক মেজবাহ-উল-হক এর পোস্টে। তিনি জানাচ্ছেন, মিরপুরে ভয়ঙ্কর এক অবস্থা…প্রচন্ড ঝড়…বৃষ্টি…গোটা স্টেডিয়াম অন্ধকার। এশিয়া কাপের ফাইনালে কোনো রিজার্ভ ডে নেই। খেলা পরিত্যক্ত হলে যৌথ চ্যাম্পিয়ন! টানা ৩৩ মিনিট মুষলধারে বৃষ্টির পর এখন টিপটিপ করে পড়ছে। ১৫ মিনিট পর ফ্লাডলাইটের আলো জ্বলে উঠেছে।

আরও অনেকেই ফেইসবুকে জানাচ্ছেন মাঠের ইলেকট্রিক স্কোর বোর্ড ভেঙে ফেলার খবর। দিচ্ছেন ছবি।

*

*

Related posts/