Maintance

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় সিনেমা 'ক্যাচিং ফায়ার'

প্রকাশঃ ২:৪৭ পূর্বাহ্ন, নভেম্বর ৩০, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৭ পূর্বাহ্ন, নভেম্বর ৩০, ২০১৩

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুক ও টুইটারে এ বছরের সবচেয়ে জনপ্রিয় হলিডে সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস : ক্যাচিং ফায়ার’। সিনেমাটির মোট ভক্ত (ফ্যান) সংখ্যা ১ কোটি ২৮ লাখ। লিসেনফাস্ট নামের একটি প্রতিষ্ঠানের করার জরিপে দেখা গেছে, হলিডে সিনেমার জনপ্রিয়তায় ফেইসবুকে সবচেয়ে বেশি ভক্ত রয়েছে। সিনেমাটির মোট ভক্তদের ৯৫ শতাংশই ফেইসবুক ব্যবহারকারী। এছাড়া টুইটার ব্যবহারকারীর সংখ্যা ৪.৭ শতাংশ।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় গত বছরের জনপ্রিয় সিনেমা ‘টুইলাইট’কে ছাড়িয়ে যেতে পারেনি এটি। ‘টুইলাইট’ সিনেমাটির মোট ভক্ত সংখ্যা ৩ কোটি ৭৪ লাখ।

The-Hunger-Games-Catching-Fire-TechShohor

Symphony 2018

বর্তমানে টুইলাইটের পরবর্তী সিনেমা ‘ব্রেকিং ডাউন পার্ট ২’ সিনেমা হলগুলোতে প্রদর্শিত হচ্ছে। তারপরেও পিছিনে নেই টুইলাইটের ভক্তদের সংখ্যা। দুই বছরের হিসাবে তুলনামূলকভাবে টুইলাইটের পিছনেই রয়েছে ক্যাচিং ফায়ার।

এরপরেই রয়েছে ‘দ্য বেস্ট ম্যান হলিডে’। ফেইসবুক ও টুইটারে সিনেমাটির ভক্তের সংখ্যা ১৬ লাখ। গতবছর ১৩ লাখ ভক্ত নিয়ে এই অবস্থানে ছিল ‘রেক ইট রাল্প’।

– টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

Related posts/