Maintance

সেলফি : সোশ্যাল মিডিয়া থেকে অভিধানে

প্রকাশঃ ১১:১৩ অপরাহ্ন, নভেম্বর ১৯, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৭ অপরাহ্ন, নভেম্বর ২০, ২০১৩

তারেক হাবিব, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় শব্দ জায়গা পেলো অক্সফোর্ড অভিধানে। মঙ্গলবার বিবিসি’র খবরে বলা হয়, চলতি বছরে সবচেয়ে বেশিবার ব্যবহার হয়েছে ‘সেলফি’ (selfie)। অনলাইন মাধ্যমগুলোতে ছবির শিরোনামে সাধারণত এ শব্দ জুড়ে দেয়া হয়।

অভিধানে ইংরেজি শব্দ ‘সেলফি’-এর বর্ণনায় বলা হয়, নিজেই নিজের বা নিজেদের ছবি তোলার পর সেটা অনলাইন মাধ্যমে প্রকাশ করলে শিরোনামে ‘সেলফি’ শব্দটি ব্যবহার করা হয়। এর অর্থ দাঁড়ায়, নিজে নিজে তোলা ছবি।

selfie_pic

Symphony 2018

অক্সফোর্ড অভিধানের সম্পাদনা পরিচালক জুডি পারসাল এ ব্যাপারে বলেন, “শব্দটি জনপ্রিয় হওয়ার পেছনে ভূমিকা রেখেছে সামাজিক মাধ্যমগুলো।”

যেসব শব্দ জনপ্রিয় কিংবা প্রচলিত অথচ অভিধানে নেই, এমন শব্দগুলোই প্রতি বছর ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ হিসেবে বিবেচিত হয় এবং শেষমেষ অভিধানে স্থায়ীভাবে জায়গা করে নেয়।

এর আগে টুইটারও অক্সফোর্ডে যুক্ত হয়।

*

*

Related posts/