Maintance

ফেসবুকের বিজ্ঞাপন নীতি পরিমার্জন!

প্রকাশঃ ৪:০৪ অপরাহ্ন, নভেম্বর ১৭, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৬ অপরাহ্ন, নভেম্বর ১৭, ২০১৩

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুকের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ছবি নিয়ে আছে অনেক আপত্তি! জনপ্রিয় সাইটটির চিফ প্রাইভেসি অফিসার এরিন ইগানও বিষয়টি স্বীকার করেছেন। তিনি এক ব্লগ পোস্টে জানান, বিজ্ঞাপনে থাকা ছবির ব্যাপারে অনেক অভিযোগ আছে, কিন্তু এর নীতিতে পরিবর্তন আসেনি। তবে এ অবস্থার ইতিবাচক পরিবর্তন আসছে বলেও আভাস দেন তিনি।

শুক্রবার ফেইসবুক কর্তৃপক্ষ কনটেন্ট বা ছবির ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণের সুযোগের ব্যাপারে জানিয়েছে। প্রযুক্তি সাইটগুলো জানায়, এই গুরুত্ব দেয়ার মানে হলো বিজ্ঞাপন নীতিতে কারিগরি পরিমার্জন আসা।

facebook_pic

Symphony 2018

চলতি বছরের শুরুর দিকেও বিজ্ঞাপনের ছবির ব্যাপারে অভিযোগ উঠে। ব্যবহারকারীদের অভিযোগ ছিল, ফেইসবুকে পোস্ট করা তাদের ছবি বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ছবিতে দেখা গেছে। ফেইসবুকেই সেসব বিজ্ঞাপন ছিল।

বিশ্বব‌্যাপী জনপ্রিয় মাধ্যম হওয়ায় বানিজ‌্যিক প্রতিষ্ঠানগুলো অনলাইনে বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্র প্রথম সারিতেই রাখছে ফেইসবুককে। তবে কোনো কোনো প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপনের ছবিতে অনুমতি ছাড়াই অনেকের ছবি জুড়ে দিচ্ছেন। তা নিয়েই উঠে অভিযোগ।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তারেক হাবিব

*

*

Related posts/