Maintance

ফেইসবুকে রানা প্লাজা ট্রাজেডির শোকার্ত স্মরণ

প্রকাশঃ ৯:৪৫ অপরাহ্ন, এপ্রিল ২৪, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৫ অপরাহ্ন, এপ্রিল ২৪, ২০১৪

আল আমীন দেওয়ান, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ২০১৩ সালের ২৪ এপ্রিল। সাভারে যেন হুট করে এসেছিলো নরক। ইতিহাসের ভয়াবহ সেই দূর্ঘটনা রানা প্লাজা ধসে নিহত হয়েছিলেন ১ হাজার ১৩৪ জন পোশাক শ্রমিক৷ গুরুতর আহত হাজারেরও বেশি ৷ যাদের অনেকে আজও আতঙ্কগ্রস্ত৷

এদিন সকাল পৌনে ৯টায় হঠাৎ করেই ধসে পড়ে রানা প্লাজার ৯ তলা ভবনটি। ভবনের ৪টি তৈরি পোষাক কারখানার ৪ হাজারেরও বেশি শ্রমিক চাপা পড়েন ধ্বংসস্তুপের নিচে। আর এক বছর পরেও এখনও হতাহতের স্বজনরা রানা প্লাজায় এসে ভিড় জমান। বুক বিদীর্ণ করা কষ্টের এই দু:সহ স্মৃতি ভুলবে কেমন করে!

Rana Plaza

আজ শোকার্ত ছিলো ভার্চুয়াল দুনিয়াও। নিহতদের স্মরণে ফেইসবুক স্টাটাসে আজ ছিলো শোক আর মাগফেরাতের বার্তা।

মুনসী ফাহাদ তার স্টাটাসে লিখেছেন, আজ সাভারের সেই রানা প্লাজা ধ্বসের দিবস। আজকের এই দিনে কেদেছিল সারা বাংলাদেশ একবার চিন্তা করুন কি ঘটেছিলো আমাদের দেশে গত বছর এই দিনে।

আবীর আহমেদ লিখেছেন, কি এক নারকীয় দিন ছিল ২৪ এপ্রিল। শোকার্ত হৃদয়। তোমাদের ভুলবনা কখনো।

ইফতি হাসান লিখেছেন, শোক প্রকাশের ভাষা তখনও ছিলো না এখনও নেই। শুধু তোমাদের আত্মার শান্তি কামনা করছি।

মুনীর হক লিখেছেন, দোষীদের ঝুলিয়ে দেওয়া উচিত। তাদে যদি নিহতের আত্মার শান্তি হয়।

জুবায়ের তৌফিক লিখেছেন, এত মৃত্যু। আমরা কি বদলেছি। আজও কত গার্মেন্টস ভবন ঝুকিতে।

কবির হোসেন লিখেছেন, আত্মার মাগফেরাত কামনা করছি। এমন ঘটনার পূণরাবৃত্তি যেন পৃথিবী আর না দেখে।

সাবিরা চৌধুরী লিখেছেন, কিবা বলার আছে। আমরা আজও স্তব্ধ।

তোফায়েল আহমেদ লিখেছেন, জাতীয় শোক দিবস না হোক, সরকার আনুষ্ঠানিক শোকতো পালন করতে পারে। আমরা চিরদিন শোকার্ত।

*

*

Related posts/