Maintance

সিম্ফোনি ডব্লিউ২২ : বেসিক হলেও কানেক্টিভিটির সব সুবিধা

প্রকাশঃ ৬:৪৭ অপরাহ্ন, এপ্রিল ৩, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৯ অপরাহ্ন, এপ্রিল ৩, ২০১৪

শাহরিয়ার হৃদয়, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন স্মার্টফোন ব্যবহারকারী থেকে শুরু করে হার্ডকোর ইউজার- সবার জন্য এখন সিম্ফোনির ডিভাইস রয়েছে। হার্ডকোর ইউজাররা অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে দাম দিয়ে আন্তর্জাতিক ব্র্যান্ডের ফোন কিনতে পছন্দ করেন। তাই সিম্ফোনির বড় ক্রেতা বেসিক ও প্রাথমিক পর্যায়ের ব্যবহারকারীরা। তাদের ব্যবহারের উপযোগী একটি ফোন সিম্ফোনি ডব্লিউ২২।

ডিজাইন
ডিজাইনের দিক দিয়ে এটি একেবারেই সাধারণ। সিম্ফোনির স্টার্টিং রেঞ্জের ফোনগুলোর মতোই। কোনাগুলো গোলাকার হওয়ায় ধরতে ও বহন করতে সুবিধা হবে। এর পুরুত্ব ১২.৫ মিলিমিটার।

 

Symphony_W22_techshohor

ডিসপ্লে
এর ডিসপ্লের আকার চার ইঞ্চি, রেজুল্যুশন ৪০০*৮০০ পিক্সেল। পিপিআই ২৩৩। তিন আঙ্গুলের মাল্টিটাচ সাপোর্ট করে।

কানেক্টিভিটি
ডুয়াল সিম ও ডুয়াল স্ট্যান্ডবাই সুবিধার পাশাপাশি এতে রয়েছে থ্রিজি, ওয়াই-ফাই, ওয়াই-ফাই হটস্পট, ব্লুটুথ ও জিপিএস। এফএম রেডিও ও মাইক্রোইউএসবি ২.০।

ক্যামেরা
এর প্রধান ক্যামেরার রেজুল্যুশন খুবই কম, মাত্র ২ মেগাপিক্সেল। যা ১৬০০*১২০০ পিক্সেলে ছবি তুলতে পারে। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এ ছাড়া সামনে ভিডিও চ্যাটের জন্য ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

Symphony 2018

কনফিগারেশন
এতে ব্যবহার করা হয়েছে ডুয়াল কোর ১.৩ গিগাহার্জ প্রসেসর। গ্রাফিক্স প্রসেসর মালি-৪০০। র‍্যাম বেশ কম, ৫১২ মেগাবাইট। ইন্টারনাল মেমরি ৪ জিবি, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

পারফরম্যান্স
যদিও এর হার্ডওয়্যারগুলো তুলনামুলক দুর্বল, তারপরও এতে ডিফল্টভাবে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.২.২ পাবেন ইউজাররা। মজা করে অ্যান্ড্রয়েড ব্যবহারের বড় বাধা দুর্বল ডিসপ্লে ও ক্যামেরা।

র‍্যাম কম হওয়ায় ভারী গেইম ও অ্যাপগুলো চলবে না। মূলত গান শোনা, ব্রাউজিং ও টুকটাক গেইম খেলে এতে সময় পার করতে পারেন।

ব্যাটারি
এতে ১৫৫০ মিলিঅ্যাম্পের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা মোটামুটি পর্যাপ্ত সময় ব্যাকআপ দেবে।

দেশের বাজারে ফোনটির দাম ৫ হাজার ৩৯০ টাকা।

এক নজরে ভালো
– দাম কম, বেসিক ফোন হিসেবে চমৎকার
– জেলি বিন সিস্টেম

এক নজরে খারাপ
– দুর্বল ক্যামেরা ও ডিসপ্লে
– ধীরগতির পারফর্ম্যান্স

*

*

Related posts/