Maintance

সিম্ফোনি এক্সপ্লোরার ডব্লিউ১২৮ : সস্তা হলেও আকর্ষণীয়

প্রকাশঃ ১০:০৮ অপরাহ্ন, মার্চ ৯, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৮ অপরাহ্ন, মার্চ ৯, ২০১৪

শাহরিয়ার হৃদয়, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশীয় ফোন বিক্রেতা সিম্ফোনি সম্প্রতি আকর্ষণীয় কোয়ালিটির কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে এনেছে। চলতি বছরে অনেক নামদামি ফোনের ভিড়ে এগুলোও সাধারণ মানুষের মন জয় করে নিচ্ছে সস্তা হওয়ায়। এমনই একটি ফোন সিম্ফোনি এক্সপ্লোরার ডব্লিউ১২৮।

ডিজাইন
ফোনটির আউটলুক বেশ চমৎকার। প্লাস্টিকের তৈরি হলেও ফিনিশিং খুবই মসৃণ হওয়ায় ধরতে স্বাচ্ছন্দ্যময়। পুরুত্ব মাত্র ১০ মিলিমিটার।

symphony xplorer W128

ডিসপ্লে
এতে রয়েছে ৪.৫ ইঞ্চি আইপিএস কিউএইচডি ডিসপ্লে, যার রেজুল্যুশন ৫৪০*৯৬০ পিক্সেল। পাঁচ আঙ্গুল পর্যন্ত মাল্টিটাচ সাপোর্ট করে।

কানেক্টিভিটি
ফোনটিতে স্মার্টফোনের সব কানেক্টিভিটি সুবিধাই আছে। মাইক্রো সিম, থ্রিজি, ওয়াই-ফাই, ওয়াই-ফাই হটস্পট, ওয়াই-ফাই ডিরেক্ট, ব্লুটুথ ছাড়া আছে জি-সেন্সর, লাইট সেন্সর ও প্রক্সিমিটি। এফএম রেডিও আছে।

ক্যামেরা
এর প্রধান ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল, ছবি তুলতে পারে ৩২৬৪*২৪৪৮ পিক্সেলের। সাথে ফ্ল্যাশ আছে, ১০৮০ পিক্সেলে ভিডিও করতে পারে। সামনে ভিডিও চ্যাটের জন্য ২ মেগাপিক্সেল ক্যামেরা আছে।

Symphony 2018

কনফিগারেশন
সিম্ফোনির বেশিরভাগ ফোনের মতো এতেও মিডিয়াটেক চিপসেট ব্যবহার করা হয়েছে। শক্তিশালী কোয়াড কোর ১.৩ গিগাহার্জ প্রসেসরের পাশাপাশি আছে মালি-৪০০ গ্রাফিক্স প্রসেসর ও ১ জিবি র‍্যাম। ইন্টারনাল মেমরি ১ জিবি, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

পারফরম্যান্স
এর ডিফল্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন। সরাসরি কিটক্যাটের আপগ্রেড করা না গেলেও রুট করে কাস্টম রম ব্যবহার করা যাবে। কোয়াড কোর প্রসেসর ও র‍্যামের কল্যাণে যথেষ্ট ভালো পারফরম্যান্স দেবে ফোনটি। মাল্টিমিডিয়া কাজ ও গেইমিং আরামে করতে পারবেন। উপভোগ করতে পারবেন হাই কোয়ালিটির মুভি।

ব্যাটারি
এতে ১৭৫০ মিলিঅ্যাম্পয়ারের ব্যাটারি রয়েছে। যা চারঘণ্টার টকটাইম পর্যন্ত ব্যাকআপ দেবে।

দেশের বাজারে ফোনটির দাম ১০ হাজার ৯৯০ টাকা।

এক নজরে ভালো
– কম দামে উন্নত কনফিগারেশন
– চমৎকার পারফরম্যান্স

এক নজরে খারাপ
– ডিসপ্লে দুর্বল
– ডুয়াল সিম নেই

*

*

Related posts/