Maintance

সিম্ফোনি ডব্লিউ৭১ : দামে কম হলেও মানে এগিয়ে

প্রকাশঃ ১১:০৬ অপরাহ্ন, ফেব্রুয়ারি ১৫, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৬ অপরাহ্ন, ফেব্রুয়ারি ১৫, ২০১৪

শাহরিয়ার হৃদয়, টেক শহর কনটেন্ট কাউন্মিলর : বাংলাদেশি শীর্ষ স্মার্টফোন প্রস্তুতকারী সিম্ফোনির এক্সপ্লোরার সিরিজের ফোনের মাধ্যমে সাধারণ ক্রেতাদের মন জয় করেছে। দাম কম ও ভালো কনফিগারেশনের কারণে সিম্ফোনির ফোনগুলো রীতিমতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সাথে পাল্লা দিচ্ছে। সিম্ফোনির এক্সপ্লোরার সিরিজের একটি ফোন ডব্লিউ৭১, যা গত বছর বের হলেও এখনও বেশ জনপ্রিয় গ্রাহকদের মাঝে।

symphony-xplore-w71_techshohor

ডিজাইন
ফোনটির আউটলুকের সাথে স্যামসাং গ্যালাক্সি সিরিজের ফোনগুলোর লুকের মিল রয়েছে। পেছন দিকে প্লাস্টিকের চমৎকার ফিনশিং দেখতে যেমনও সুন্দর, তেমনি আরামদায়ক। সামনে অ্যান্ড্রয়েডের তিনটি সফট কি রয়েছে। এর পুরুত্ব মাত্র ৯.৯ মিলিমিটার।

ডিসপ্লে
৪.৫ ইঞ্চির এফডব্লিউভিজিএ টিএফটি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন এতে ব্যবহার করা হয়েছে। স্ক্রিন রেজুল্যুশন ৮৫৪*৪৮০ পিক্সেল। পরের অনেক মডেলে অবশ্য কাছাকাছি দামের মধ্যে আরও উন্নত স্ক্রিন আমরা দেখেছি।

ক্যামেরা
ফোনটির প্রধান ক্যামেরা ৫ মেগাপিক্সেল। তবে ফ্ল্যাশ নেই। সামনে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। প্রধান ক্যামেরা দিয়ে এইচডি ভিডিও রেকর্ড করা যাবে।

Symphony 2018

কনফিগারেশন
১.২ গিগাহার্জ কর্টেক্স এ৯ ডুয়াল কোর প্রসেসর এতে ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্স প্রসেসর পাওয়ারভিআর এসজিএক্স ৫৩১। র‍্যাম ৫১২ এমবি ও ইন্টারনাল স্টোরেজ ১ জিবি, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। কানেক্টিভিটি ফিচারের মধ্যে ব্লুটুথ, রেডিও, ওয়াইফাই সবই আছে। ডুয়াল সিম সহ থ্রিজি সাপোর্ট করে।

পারফরম্যান্স
অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.১ এর অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে। র‍্যাম হওয়ার কারণে অবশ্য মসৃণ পারফর্ম্যান্সে কিছুটা ঘাটতি রয়েছে। তবে সাধারণ ইউজাররা ব্রাউজিং, ভিডিও চ্যাট বা গেইমিং ভালোভাবেই করতে পারবেন। শক্তিশালী অ্যাপগুলো ঠিকভাবে না-ও চলতে পারে।

এ ছাড়া অ্যাংগ্রি বার্ডস, ফেইসবুক, ইউটিউব, টেম্পল রান, অফিস স্যুটসহ প্রয়োজনীয় বেশ কিছু অ্যাপ এতে বিল্ট-ইন দেওয়া আছে।

দেশের বাজারে ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ৭ হাজার ৯৯০ টাকায়।

এক নজরে ভালো
– দাম কম, তুলনামূলক ভালো কনফিগারেশন
– বিস্তৃত কানেক্টিভিটি ফিচার, এইচডি রেকর্ডিং

এক নজরে খারাপ
– প্রধান ক্যামেরা ৫ মেগাপিক্সেল
–        ডিসপ্লে দুর্বল

*

*

Related posts/