Maintance

একই সঙ্গে নোটবুক ও ট্যাবলেট রূপে আসুসের ডুয়াল স্ক্রিন আল্ট্রাবুক

প্রকাশঃ ১২:০২ অপরাহ্ন, অক্টোবর ৫, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৬ অপরাহ্ন, অক্টোবর ২৮, ২০১৩

টেক শহর ডেস্ক :  বাজারে এসেছে আসুসের টাইচি৩১ মডেলের ডুয়াল স্ক্রিনের আল্ট্রাবুক। নোটবুক এবং ট্যাবলেট পিসির সমন্বয়ে এই আল্ট্রাবুকটিতে রয়েছে ১৩.৩-ইঞ্চির ডুয়াল ডিসপ্লে, যার সামনের ডিসপ্লেটি নন-টাচ আইপিএস প্রযুক্তির এবং অপর পাশের ডিসপ্লেটি মাল্টি-টাচ স্ক্রিনের। এটিকে নোটবুক, ট্যাবলেট, মিরর এবং ডুয়াল স্ক্রিন এই ৪টি মোডে ব্যবহার করা যায়।

ASUS Taichi 31 Ultrabook with dual screen notebook and tablet combination_Image

Symphony 2018

নোটবুকের ডিসপ্লেটিকে ডকিং কিবোর্ডের সাথে ভাঁজ করে ট্যাবলেট পিসি হিসেবে ব্যবহার করা যায়। মিরর মোডে দু’পাশের ডিসপ্লেতে একই চিত্র প্রদর্শিত এবং একই এ্যাপ্লিকেশন চালিত হয়, তাই প্রজেক্টরের মতো প্রেজেন্টেশন বা মুভি সকলে মিলে বিভিন্ন অবস্থানে বসে একই সাথে উপভোগ করা যায়। ডিসপ্লেটির ভিউয়িং অ্যাঙ্গেল ১৭৮-ডিগ্রী হওয়ায় কোনো অসুবিধা হয় না। ডুয়াল স্ক্রিন মোডে দু’পাশে দুই জন ব্যবহারকারী একটিকে নোটবুক এবং অপরটিকে ট্যাবলেট পিসি হিসেবে একই সাথে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারে।

আল্ট্রাবুকটিতে যা যা রয়েছে :
ওজন : ১.৫৬ কিলোগ্রাম
প্রসেসর : ১.৮ গিগাহার্জ গতির ইন্টেল কোরআই-৫ প্রসেসর
র‍্যাম : ৪ গিগাবাইট
মেমরী : ১২৮ গিগাবাইট এসএসডি
গ্রাফিক্স কার্ড : বিল্ট-ইন
কমিউনিকেশন : ৮০২.১১বি/জি/এন ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, ওয়েবক্যাম, ইউএসবি ৩.০ পোর্ট, মেমোরী কার্ড রিডার, ভিজিএ পোর্ট, মাইক্রো এইচডিএমআই পোর্ট প্রভৃতি।
অপারেটিং সিস্টেম : উইন্ডোজ ৮

নোটবুকটির দাম ১ লাখ ৩৫ হাজার টাকা। পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ডের সকল শোরুম, পরিবেশক ও দেশের সকল কমম্পিউটার মার্কেটে। বিস্তারিত জানা যাবে ০১৭১৩২৫৭৯৪২ নম্বর থেকে।

*

*

Related posts/