Maintance

গেইমিংয়ে বাড়তি আনন্দ দেবে জিনিয়াসের হুইল ৬ এমটি

প্রকাশঃ ২:৫৬ অপরাহ্ন, সেপ্টেম্বর ২০, ২০১৫ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৬ অপরাহ্ন, সেপ্টেম্বর ২০, ২০১৫

আদনান নিলয়, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রেসিং গেইম খেলতে কিবোর্ড অথবা কন্ট্রোলরের মতো যে কোনো গ্যাজেটই আনন্দময়। এর সঙ্গে যদি যোগ হয় সত্যিকার হুইলের মতো গাড়ি চালানোর ঘটনা তবে তো কথাই নেই। এটির মতো মজার বিষয় অন্য কিছুর সঙ্গে তুলনা চলে না।

জিনিয়াসের স্পিড হুইল ৬ এমটি কম দামে এমনই এক অসাধারণ গেইমিং হুইল, যা রেসিং গেইমারদের বাড়তি আনন্দ দেবে।

ডিজাইন
লাল ও কালোতে খুব সুন্দর ডিজাইনে পাওয়া যাবে এটি। রাবারের টেক্সচার অনেক সলিড ও মসৃন। গাড়ি চালানোর সময় দু’পাশের লাল অংশটাই ধরবেন বেশি, তাই এ অংশ ‘গ্রিপি’ করা হয়েছে। অর্থাৎ হাত সহজে ফসকাবে না।

পেছন দিকটিও সুন্দরভাবে গাড়ির চাকার মতে ডিজাইনে তৈরি করা হয়েছে।

maxresdefault

এ ছাড়া হুইলের পাশে গিয়ার বদলানোর হ্যান্ডেল রয়েছে, যদিও তা প্লাস্টিকের এবং দেখতে কিছুটা সাধারণ।

অ্যাকসেলারেটর ও ব্রেকের জন্য যে ক্ল্যাম্প, সেটিও প্লাস্টিকের। ক্ল্যাম্পটির একটা সমস্যা হলো- চাপ দেওয়ার সময় খুব সহজেই মাটি থেকে তা উঠে যায়।

Symphony 2018

টেবিলের সঙ্গে লাগাবার জন্য বড় বড় দুটি স্ক্রু’র মতো রয়েছে। এ স্ক্রু দুটি ঘুরিয়ে ঘুরিয়ে টেবিলের নিচে আটকাতে হবে।

পারফরমেন্স
নিড ফর স্পিড অথবা গ্র্যান টারিসমোর মতো গেইম যেটাই খেলুন না কেন, স্মুথ পারফরমেন্স পাবেন। কিন্তু তা সর্বোচ্চ নয়, যেহেতু এটা একটা বাজেট হুইল।

Genius_Speed_Wheel_6_MT-003

এ হুইলে ফোর্স ফিডব্যাক ফিচারও রয়েছে। এ ফিচার মূলত রেসিং ট্র্যাকের কিছু কিছু জায়গায় হুইলকে ভাইব্রেট করাবে, যেমন- গাড়ি কোনো গর্ত পড়ে গেলে অথবা ধাক্কা খেলে গেইমারকে সতর্ক করে সহায়তা দেবে। তবে এটি সবসময় কাজ করে না, এটা হুইলটার একটা সমস্যা।

কানেক্টিভিটি
পিসি ও প্লে স্টেশন ৩, উভয় প্ল্যাটফর্মে সাপোর্ট করবে এ হুইল।

মূল্য – ৬,৬৫০ টাকা।

এক নজরে ভালো
– দেখতে সুন্দর
– ভালো পারফরমেন্স

এক নজরে খারাপ
– ক্ল্যাপ মাটি থেকে সহজে উঠে যায়
– ফোর্স ফিডব্যাকে সমস্যা রয়েছে

*

*

Related posts/