Maintance

মাঝারি বাজেটে বড় স্কিনের ফ্যাবলেট সিম্ফোনি পি৮

প্রকাশঃ ১২:৫২ অপরাহ্ন, ডিসেম্বর ৯, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ১:০৫ অপরাহ্ন, ডিসেম্বর ৯, ২০১৩

শাহরিয়ার হৃদয়, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফ্যাবলেট বলতে সবার আগে এখন স্যামসাং গ্যালাক্সি নোট থ্রির কথা মনে আসে। সম্প্রতি এ ধরনের আরও ডিভাইস এনেছে এলজি ও এইচটিসি। কিন্তু সবগুলোর দামই আকাশছোঁয়া। তবে মাঝারি বাজেটের যেসব ক্রেতার বড় স্ক্রিনের ফোন কাম ট্যাবলেট কেনার ইচ্ছা, তাদের জন্য আবারও চমৎকার একটি অপশন নিয়ে এসেছে দেশি ফোন কোম্পানি সিম্ফোনি। তাদের ফ্যাবলেটের নাম সিম্ফোনি পি৮।

ডিজাইন

এটি দেখতে অনেকটা সিম্ফোনি ডব্লিউ১৫০ এর মতোই, কেবল আকারে বড়। বডি প্লাস্টিকে তৈরি হলেও ফিনিশিং মসৃণ। পেছন দিক কালো ম্যাট দিয়ে তৈরি, তাই ধরে আরাম পাওয়া যাবে। স্ক্রিনের চারপাশের বেজেল সরু হওয়ায় ফ্রন্টসাইড বাড়তি সৌন্দর্য পেয়েছে। ফোনটির বামপাশে ভলিউম রকার, পাওয়ার বাটন ও ডানপাশে ৩.৫ মিলিমিটার জ্যাক, এসডি কার্ড স্লট রয়েছে।

ডিসপ্লে

৫.৭ ইঞ্চির আইপিএস ডিসপ্লে সিম্ফোনির অন্যসব ফোন থেকে একে আলাদা করেছে। এর রেজুল্যশন ১২৮০*৭২০ পিক্সেল, পিপিআই ২৫৮। স্ক্রিন পাঁচ আঙ্গুলের মাল্টিটাচ সাপোর্ট করে। মান সিম্ফোনির বেশিরভাগ অ্যান্ড্রয়েড ডিসপ্লের চেয়ে উন্নত ও জমকালো।

 

Symphony P8_techshohor

ক্যামেরা

এর প্রধান ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল, সেকেন্ডারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ক্যামেরা দিয়ে ৪১২৮*৩০৯৬ পিক্সেল রেজুল্যুশনের ছবি তোলা যাবে। দুটি ক্যামেরাতেই ব্যাক-ইলুমিনেটেড সেন্সর রয়েছে, যার ফলে কম আলোতেও ভালো ছবি উঠবে। মূল ক্যামেরার সাথে ফ্ল্যাশ আছে। এ দামের মধ্যে এত সমৃদ্ধ ক্যামেরার ফোন আর নেই।

কানেক্টিভিটি

থ্রিজি সুবিধাসম্পন্ন এ ফোনে ডুয়াল সিম সুবিধা রয়েছে। ওয়াই-ফাই, ব্লুটুথ, ওয়াই-ফাই হটস্পটসহ অ্যান্ড্রয়েডের সব কানেক্টিভিটি রয়েছে। এফএম রেডিও আছে।

কনফিগারেশন

এর ভেতর রয়েছে ১.৫ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। র‍্যাম ১ গিগাবাইট, গ্রাফিক্স প্রসেসর পাওয়ারভিআর এসজিএক্স ৫৪৪এমপি। ইন্টারনাল মেম্বরই ৪ গিগাবাইট, যা এসডি কার্ড দিয়ে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

পারফর্ম্যান্স

সিম্ফোনির প্রিমিয়াম কোয়ালিটির অন্যান্য ফোনগুলোর মতো পারফর্ম্যান্স পাওয়া যাবে এটি থেকে। অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন বেশও ভালোভাবে রান করবে। বড় স্ক্রিনের কারণে গেইম খেলে ও মুভি দেখে আলাদা মজা পাওয়া যাবে। গ্রাফিক্স কোয়ালিটিও সিম্ফোনির অন্যান্য ফোনের মত সন্তোষজনক।

ব্যাটারি

এতে ২৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারির টকটাইম প্রায় সাড়ে তিন ঘণ্টা।

এর বর্তমান মূল্য ১৭ হাজার ৯৯০ টাকা।

এক নজরে ভালো

–       বড় ও জমকালো স্ক্রিন

–       শক্তিশালী ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা

এক নজরে খারাপ

–       তেমন নতুন সংযোজন নেই

–       ব্যাটারির লাইফটাইম কিছুটা কম

*

*