Maintance

গেইমারদের বাড়তি গতি দেবে সিম্ফনির এক্সপ্লোরার ডব্লিউ ১৫০

প্রকাশঃ ৭:৪৯ পূর্বাহ্ন, আগস্ট ২৫, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৫ অপরাহ্ন, অক্টোবর ২৮, ২০১৩

টেক শহর ডেস্ক : গুগলের হালনাগাদ অপারেটিং সিস্টেম জেলি বিন ৪.২.১ নিয়ে বাজারে এলো সম্ফিনির এক্সপে্লারার ডাবি্লউ ১৫০। স্মার্টফোনটির ৪.৭ ইঞ্চির ডিসপে্লতে দেখা যাবে ১০৮০ পিক্সেলের ফুল এইচডি বা হাই ডেফিনেশন ভিডিও। পুরো ডিসপ্লেটি ‘আইপিএস এইচডি ক্যাপাসিটিভ টাচ’ বা স্পর্শকাতর প্রযুক্তির। গেইমারদের জন্য রয়েছে সুখবর। কেননা দ্রুত গতির গেম খেলার জন্য স্মার্টফোনটিতে আছে ১.২ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর ও এক গিগাবাইট র‌্যাম।

নতুন এসব ফিচারের সঙ্গে থাকছে দ্রুতগতির থ্রিজি ইন্টারনেট ব্যবহার ও ভিডিও কল করার সুবিধাও। ওয়াইফাই বা তারবিহীন ইন্টারনেট ব্যবহারের সুবিধার পাশাপাশি ‘ওয়াইফাই হটস্পট’ করার সুবিধাও যুক্ত করা হয়েছে এতে। অভ্যন্তরীণ মেমোরি দেওয়া আছে চার গিগাবাইট, পরে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

HONY W150, techshohor

Symphony 2018

আট মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা ও দুই মেগাপিক্সেলের সামনের ক্যামেরা দিয়ে তোলা যাবে চমত্কার সব ছবি। এ ছাড়া পেছনের ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও করা যাবে। ১৮০০ অ্যাম্পিয়ারের ব্যাটারির কল্যাণে স্মার্টফোনটি অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে।

এক বছরের বিক্রোত্তর সেবাসহ সেটির দাম ১৬ হাজার ৯৯০ টাকা। দেশের বিভিন্ন স্থানে সিম্ফনি শো-রুমগুলোতে পাওয়া যাবে এটি।

-টেক শহর

১ টি মতামত

*

*