Maintance

আঙ্গুলের স্পর্শ শনাক্তে সক্ষম ওয়ালটনের প্রিমো এইচ-১

প্রকাশঃ ৭:৪৮ পূর্বাহ্ন, আগস্ট ২৫, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৭ অপরাহ্ন, অক্টোবর ২৮, ২০১৩

টেক শহর ডেস্ক : থ্রিজি নেটওয়ার্কের সংযোগ ছাড়াই থ্রিজির সুবিধা পাওয়া যাবে ওয়ালটনের প্রিমো ১ সেটে। অর্থাৎ ভিডিও কলিং অ্যাপ (স্কাইপ) ব্যবহার করে ভিডিও চ্যাট করা যাবে এতে। অবশ্য তাই বলে থ্রিজি সমর্থন বাদ পড়েনি ওয়াল্টনের অপেক্ষাকৃত কম দামের এ হ্যান্ড সেটটিতে।

অ্যানড্রয়েড অপারেটিং সংস্করণ জেলি বিনের এ সেটটিতে আছে ৪ দশমিক ৭ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে (৯৬০ বাই ৫৪০), যা শনাক্ত করতে পারবে হাতের পাঁচ আঙ্গুলের আঙুলেরই স্পর্শ। আছে সামনে ২ ও পেছনে ৮ মেগাপিক্সেলের এইচডি ক্যামেরা। একসিলারোমিটার, গ্রাভিটি, লাইট, প্রক্সিমিটি, ওরিয়েন্টেশন সেন্সর তো আছেই এতে। ১৩৯.২ মিলিমিটার দৈর্ঘ্য ও ৯.৮ মিলিমিটার পুরু ফোনটির ওজন মাত্র ১৪৬.৭ গ্রাম।

primo H1, techshohor

এফএম রেডিও শোনার পাশাপাশি পছন্দের গান রেকর্ড করে রাখার ব্যবস্থাও আছে। আর ফোনটির প্রাণকেন্দ্রে রয়েছে ১.২ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, এক গিগাবাইট র্যাম। অভ্যন্তরীণ মেমোরি থাকছে ৪ গিগাবাইট, যা পরে বাড়ানো যাবে ৩২ গিগাবাইট পর্যন্ত।

প্রিমো এইচ-১ পাওয়া যাচ্ছে তিনটি ভিন্ন রঙে। আর এ দামের মধ্যেই ফোনের সঙ্গে বিনা মূল্যে পাবেন একটি কাভার। দাম ১৩ হাজার ৯৯০ হাজার টাকা। দেশে ওয়ালটনের সব শো-রুমেই পাবেন এটি।

-টেক শহর

*

*

Related posts/