HP Banner
Maintance

স্যামসাং এক্সপ্রেস এম২৬২৫ডি প্রিন্টার দামে কম, কাজেও সুবিধা

প্রকাশঃ নভেম্বর ৯, ২০১৩, ০১:২০ - আপডেটঃ নভেম্বর ৯, ২০১৩, ০২:১৬

samsung-xpress_techshohor
Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কমদামে সব ধরনের সুবিধার প্রিন্টার যারা চান, তাদের জন্য স্যামসাং সম্প্রতি বাজারে এনেছে এক্সপ্রেস এম২৬২৫ডি মনোক্রোমিক লেজার প্রিন্টার। ঘরের টুকিটাকি প্রিন্টিং কাজ সহজেই করা যাবে এর মাধ্যমে। আকারে ছোট হওয়ার কারণে যেমন সহজে টেবিলে রাখা যাবে, তেমনি দ্রুতগতিতে উচ্চ মানের প্রিন্ট সুবিধা পাওয়া যাবে।

অটোমেটিক ডুপ্লেক্সার : স্বাচ্ছন্দ্য গতিতে প্রিন্ট করতে পারে এমন প্রিন্টার ১২০ ডলারের মধ্যে তেমন নেই। গতির পাশাপাশি এতে আরও রয়েছে অটোমেটিক ডুপ্লেক্সার, যার ফলে কাগজের দুই পাশ একসঙ্গে প্রিন্ট হবে। ওজনে বেশ হালকা, মাত্র ১৬.৪ হলেও এর একটি দুর্বলতা হলো ওয়্যারলেস প্রিন্টিং বা মোবাইল প্রিন্টিং নেই।

ভালো আউটপুট : একটি ভালো সাদাকালো প্রিন্টারে আউটপুট যেমন আসা উচিত, তেমনটাই পাবেন এম২৬২৫ডি থেকে। দীর্ঘক্ষণ ধরে প্রিন্টিং করলেও তা ঝকঝকে ও স্পষ্ট থাকবে। জটিল গ্রাফিক্স বা ফটোতে সূক্ষ্ম রংগুলোও প্রিন্ট হবে সাদাকালো লেজারের মতো করে। হেভিডিউটি বৈশিষ্ট্যের কারণে ছোটখাটো অফিসে প্রিন্টারটি ব্যবহার করা যেতে পারে।

samsung-xpress_techshohor

কাগজ রাখার বড় ট্রে : এর আরেকটি বড় গুণ হল একসঙ্গে ২৫০ কাগজ রাখার ট্রে। এটি সময় তো বাঁচাবেই এবং একই সঙ্গে পেজ ম্যানুয়াল ফিড স্লট দিয়ে প্রয়োজনমতো বাইরে থেকে কাগজ ঢোকানো যাবে। তাই দুই ধরনের কাগজে প্রিন্ট করতে চাইলে ট্রের কাগজ বদলাতে হবে না।

তাই অল্প বাজেটের মধ্যে ভালো লেজার প্রিন্টার কিনতে চাইলে বেছে নিতে পারেন এম২৬২৫ডি। এর বাজার মূল্য ১২০ ডলার।

এক নজরে ভালো

–        দাম কম, অটোমেটিক ডুপ্লেক্সিং

–        সুবিধাজনক আকার ও ওজনে হালকা

–        কাগজ ধারণ ক্ষমতা প্রচুর

এক নজরে খারাপ

–        কেবল ইউএসবি কানেকশন, ইথারনেট/ওয়াইফাই নেই

–        গতানুগতিক প্রিন্টিংয়ের বাইরে কোনো অপশন নেই

– প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অবলম্বনে শাহরিয়ার হৃদয়

*

*

সর্বাধিক পঠিত