Maintance

৫ বিলিয়ন মানুষের হাতে পৌঁছবে মোবাইল

প্রকাশঃ ১০:১৪ পূর্বাহ্ন, অক্টোবর ৪, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৩ পূর্বাহ্ন, অক্টোবর ৪, ২০১৩

বিশ্বে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়ে যাবে ৫ বিলয়নের দাগ! তবে সহসাই নয়, চার বছরের মধ্যে। ম্যাশাবলের খবরে বলা হয়, ২০১৭ সালের মধ্যে ৫.১ বিলিয়ন মানুষের হাতে পঁেৌছে যাবে তাত্ক্ষণিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় এই ডিভাইসটি।

ম্যাশাবল জানায়, এখন ৪.৩ বিলিয়ন মানুষ মোবাইল ব্যবহার করছে। ৪ বছরের মধ্যে তাদের দলে যোগ দিচ্ছে আরো প্রায় ১ বিলিয়ন মানুষ।

মজার একটি তথ্যও দিয়েছে ম্যাশাবল, তারা বলছে−বর্তমানে মোবাইল ব্যাবহারীর মধ্যে ২.৪ বিলিয়নই এশিয়ার, যা বিশ্বের মোট ব্যবহারকারীর প্রায় অর্ধেকেরও বেশি। ২০১৭ সালে এ সংখ্যা গিয়ে দঁাড়াবে ২.৯ বিলিয়নে।

mobile-phones

*

*