Maintance

জেনেভায় শুরু হচ্ছে ওপেন নলেজ সম্মেলন

প্রকাশঃ ১০:৫০ পূর্বাহ্ন, সেপ্টেম্বর ১৫, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫০ পূর্বাহ্ন, সেপ্টেম্বর ১৫, ২০১৩

১৬ সেপ্টেম্বর থেকে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ওপেন নলেজ বিষয়ক সম্মেলন।okcon-thumb ‘ওপেন নলেজ সম্মেলন (ওকেসিওএন)’ শীর্ষক তিনদিনের এ আয়োজন চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্কের (ওকেএফএন) আয়োজিত এ সম্মেলনে সারাবিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তি অ্যাক্টিভিস্ট, উদ্যোক্তা, ডেটা বিশেষজ্ঞরা নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। সম্মেলনে ওকেএফএন বাংলাদেশের অ্যাম্বাসেডর নুরুন্নবী চেৌধুরী হাছিবসহ বিশ্বের বিভিন্ন দেশের ওকেএফএনের অ্যাম্বাসেডররা অংশ নিচ্ছেন। এছাড়া সম্মেলনে ইউএনডিপি, ইউনিসেফ, ইউনেস্কো, বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধরাও সম্মেলনে মুক্ত বিভিন্ন বিষয় নিয়ে অংশ নেবেন। সম্মেলনে মূল বক্তা হিসেবে থাকছেন সানলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলেন মিলার, বিশ্বব্যাংকের প্রধান ইনোভেশন কর্মকর্তা ক্রিস ভেইন, ওপেন করপোরেটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস ট্যাগার্ট, গে্লাবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশনের প্রধান জয় নাইডুসহ অনেকে। মুক্ত সফটওয়্যার ডেভলপমেন্ট, ডেটা এক্সিপিডিশন, ওপেন ট্রান্সফোর্ট, ওপেন ফাইনান্স, ডেটা জার্নালিজম বিষয়ে একাধিক সেমিনার, কর্মশালা, হ্যাকেথন থাকছে সম্মেলনে। সম্মেলনের বিস্তারিত সরাসরি জানা যাবে www.okcon.org/live ঠিকানায়।

Symphony 2018

 

*

*