Maintance

মুসলিম পর্যটকদের জন্য বিশেষ সাইট

প্রকাশঃ ১১:৪৯ অপরাহ্ন, ডিসেম্বর ১৯, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৯ অপরাহ্ন, ডিসেম্বর ১৯, ২০১৩

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মুসলিম পর্যটকদের জন্য চালু হলো বিশেষ ওয়েবসাইট। বুধবার ‘হালাল ট্রিপস’ (HalalTrip.com) নামের সাইটটি চালু করেছে সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠান। মুসলিমরা বিভিন্ন দেশে ভ্রমণে গেলে সেখানে হালাল খাবারের রেস্টুরেন্ট, মুসলিমবান্ধব আবাসিক হোটেল, কম খরচে বিভিন্ন দর্শনীয় স্থানে যাতায়াতের উপায় বাতলে দেবে সাইটটি।

সাইটটির প্রধান নির্বাহী ফজল বাহারদিন এএফপিকে জানান, এটিই বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ফিচারসমৃদ্ধ ওয়েবসাইট, যা শুধু মুসলিমদের উপযোগী করে তৈরি করা হয়েছে। বিভিন্ন তথ্যসেবার পাশাপাশি সাইটটিতে বুকিংও সুবিধাও থাকছে বলে জানান তিনি।

halaltrips.com_pic

প্রতিষ্ঠানটির সিওও ডেনি বলডাক জানান, ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মুসলিম পর্যটকরা প্রতিবছর প্রায় ২০০ বিলিয়ন ডলার খরচ করে ভ্রমণে।২০২০ সালে খরচের পরিমাণ দাঁড়াতে পারে ১২৬ বিলিয়নে। তাই এই খাতকে বেছে নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, এখন বিভিন্ন স্থানের ১০০০ হোটেলের বুকিং সুবিধা চালু করা হলেও জুনে এ সংখ্যা আরো বাড়বে।

সূত্র : ডন

*

*

Related posts/