Maintance

গুগলের ডাটা সেন্টার এশিয়ায়

প্রকাশঃ ৯:২০ অপরাহ্ন, ডিসেম্বর ১১, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৪ অপরাহ্ন, ডিসেম্বর ১১, ২০১৩

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রথম বারের মতো এশিয়ায় ডাটা সেন্টার স্থাপন করেছে গুগল। এ অঞ্চলে আরো উন্নত ডাটা সেবা দিতেই এই পদক্ষেপ নিয়েছে বিশ্বসেরা এই সার্চ ইঞ্জিন। এর ফলে ডাটা সংরক্ষণ ও আদান-প্রদানে গতি বাড়ার পাশাপাশি গ্রাহক সেবাও আগের চেয়ে বাড়বে।

প্রযুক্তিবিষয়ক সাইটের খবরে বলা হয়, তাইওয়ান এবং সিঙ্গাপুরে দুটি ডাটা সেন্টার স্থাপন করা হয়েছে।

google_data_center_pic2

এ ব্যাপারে গুগলের ডাটা সেন্টার উপ-প্রধান জো কাভা বলেন, ‘এশিয়ায় ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে খুব দ্রুত। জুলাই এবং সেপ্টেম্বরের মাঝামাঝিতে এখানে ছয় কোটিরও বেশি মানুষ ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়েছে।” তিনি জানান, এশিয়ায় নতুন ইন্টারনেট ব্যবহারকারীর যুক্ত হওয়ার এই সংখ্যা অস্ট্রেলিয়ার নতুন ব্যবহারকারী চেয়ে তিনগুণ ও কানাডার দ্বিগুণ।

বিশ্লেষকদের মতে, দিন দিন যেভাবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, তাতে একটা সময় অধিকাংশ মানুষই এই মাধ্যমে যুক্ত হবে। তখন ইন্টারনেটভিত্তিক সেবার বাজারও সম্প্রসারণ হবে।

দ্য ভার্জ অবলম্বনে তারেক হাবিব

*

*

Related posts/