Maintance

স্ট্রিট ভিউ এবার ইচ্ছে মতো

প্রকাশঃ ৬:১৬ অপরাহ্ন, ডিসেম্বর ১০, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৫ অপরাহ্ন, ডিসেম্বর ১০, ২০১৩

 টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এবার নিজের ইচ্ছে মতো স্ট্রিট ভিউ তৈরি করা যাবে। গুগল ম্যাপের এই সেবার নতুন টুল উন্মুক্ত করায় ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন দিয়ে স্ট্রিট ভিউ তৈরি করতে পারবেন। ডিএসএলআরে তোলা ছবিও এর সঙ্গে যুক্ত করা যাবে। ফলে সাধারণ ব্যবহারকারীর পাশাপাশি আলোকচিত্রী ও বিভিন্ন প্রতিষ্ঠানও স্ট্রিট ভিউ তৈরি করতে পারবে।

গুগল ম্যাপের স্ট্রিট ভিউ সেবায় ৩৬০ ডিগ্রিতে ছবি দেখা যায়। অর্থাৎ সাধারণত মানুষ তার চারপাশের দৃশ্য যেভাবে দেখে, ঠিক সেভাবেই স্ট্রিট ভিউর দৃশ্য দেখা যাবে।

street-view_pic

Symphony 2018

গুগল কর্তৃপক্ষ জানায়, স্ট্রিট ভিউ সুবিধাটাটি আরো সহজ হওয়ায় অনেকেই এর সঙ্গে যুক্ত হতে আগ্রহী হবে।

স্মার্টফোন ও ট্যাবলেটের ব্যবহারের সঙ্গে গুগল ম্যাপের সেবার পরিধিও বেড়েছে। এ কারণেই স্ট্রিট ভিউ আরো ব্যবহারবান্ধব করা হয়েছে।

বিবিসি অবলম্বনে তারেক হাবিব

*

*

Related posts/