Maintance

হ্যাকিংবিদ্যা ঝালাতে ভারতে ছিলেন স্নোডেন

প্রকাশঃ ১০:৩৭ অপরাহ্ন, ডিসেম্বর ৪, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৭ অপরাহ্ন, ডিসেম্বর ৪, ২০১৩

টেক শহর ডেস্ক : হ্যাকিংবিদ্যা ঝালিয়ে নিতে এক সময় ভারতেও ছিলেন অ্যাডওয়ার্ড স্নোডেন। ভারতের সংবাদমাধ্যমের খবরে এমনটি দাবি করা হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নথি ও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের অভিযোগ আছে স্নোডেনের বিরুদ্ধে। এসব তথ্য উইকিলিকস সাইটে ফাঁস করার পর দুনিয়াব্যাপী হইচই শুরু হয়ে যায়। একই সঙ্গে সাইটটির প্রধান নির্বাহী জুলিয়ান অ্যাস্যাঞ্জের নামও খবরে বড় শিরোনামে জায়গা পায়।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম জানায়, জাভা প্রোগ্রামিং ও হ্যাকিংয়ের উচ্চতর জ্ঞান নিতে দিল্লিতে এক সপ্তাহের কর্মশালায় স্নোডেন অংশ নেয়। ২০১০ সালের ৩ সেপ্টেম্বর তিনি দিল্লি আসেন, যুক্তরাষ্ট্রে ফিরে যান ৯ সেপ্টেম্বর।

snowden_pic

কেওনিগ সলিউশন নামের একটি আইটি প্রতিষ্ঠানের কর্মশালায় স্নোডেন অংশ নেন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার সূত্র উল্লেখ করে এই খবর প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানটিকে প্রশিক্ষণ ফি ও অন্যান্য খরচ বাবদ দুই হাজার ডলার দেন স্নোডেন। এর সঙ্গে তার জীবনবৃত্তান্তও জমা দিতে হয়। আর এই নথির সূত্র ধরেই প্রতিষ্ঠানটি স্নোডেনের ভারত সফরের ব্যাপারে নিশ্চিত হয়।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তারেক হাবিব

*

*