Maintance

সাইবার মানডে : অনলাইনে কেনাকাটার ধুম

প্রকাশঃ ১২:৪৫ পূর্বাহ্ন, ডিসেম্বর ৩, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৮ পূর্বাহ্ন, ডিসেম্বর ৩, ২০১৩

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দিনটি অন্যসব সোমবারের মতো হলেও সাইবার দুনিয়ায় এর বাড়তি গুরুত্ব আছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, চীনসহ বেশ কিছু দেশে। শুধু এসব দেশই না, বিশ্বের প্রযুক্তিপ্রেমী অনেকের কাছেই দিনটি ‘সাইবার মানডে’ হিসেবে পরিচিত।

এই দিনে অনলাইন বিকিকিনি বা ই-কমার্সের সাইটগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণের বিক্রি হয়। জি নিউজের খবরে বলা হয়, এবার খোদ মার্কিন প্রেসিডেন্টও দিনটি পালন করেন।

cyber-monday_pic

দিনটিতে ই-কমার্স সাইটগুলোতে দেখা যায় সাজ সাজ রব। মূল্যহ্রাসে বিভিন্ন পণ্যের দাম হাঁকা হয়।আর পছন্দের মানুষের জন্যও কেনাকাটার ধুম লাগে ভার্চুয়াল বাজারে। শুধু পণ্য কেনাই না, ঘুরতে যাওয়ার জন্য টিকিট, হোটেল বুকসহ সম্ভাব্য লেনদেনগুলো হয়েছে অনলাইনে।

থ্যাঙ্কংস গিভিং ডে  বা কৃতজ্ঞতা জ্ঞাপন দিবসের (প্রত্যেক বছরের নভেম্বর মাসের ৪র্থ বৃহস্পতিবার) পরের সোমবারই হচ্ছে সাইবার মানডে। ২০০৫ সাল থেকে দিনটি পালন করা হচ্ছে।  সমীক্ষার তথ্য মতে, যুক্তরাষ্ট্রে অনলাইনে সবচেয়ে বেশি কেনাকাটা হয় এই দিনটিতে।

জি নিউজ অবলম্বনে তারেক হাবিব

*

*

Related posts/