Maintance

ব্যক্তিগত তথ্য দিতে গুগলকে অনুরোধ

প্রকাশঃ ১০:৩০ অপরাহ্ন, নভেম্বর ২১, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ১:৪২ পূর্বাহ্ন, নভেম্বর ২২, ২০১৩

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কয়েকটি দেশের সরকার নিজ নিজ দেশের ব্যক্তিদের অনলাইন কর্মকাণ্ডের তথ্য জানতে গুগলকে অনুরোধ করেছে। তবে সেসব দেশের সব নাগরিকের না, কেবল নির্ধারিত অ্যাকাউন্টধারী ব্যক্তিদের। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গুগলের পাশাপাশি মাইক্রোসফট, অ্যাপল, ফেইসবুক ও ইয়াহুকেও এমন অনুরোধ করে দেশগুলো। সেসব ব্যক্তিরা অনলাইনে কাদের সঙ্গে যোগাযোগ করে, কী তথ্য বিনিময় হয়, এমন কী তাদের ‘সার্চ’ তথ্যও জানতে চাওয়া হয়।

google_pic

প্রতিবেদনে আরো বলা হয়, বছরের প্রথমার্ধে মোট ২৫,৮৭৯টি অনুরোধ পায় গুগল। যা এর আগের ছয় মাসের  অনুরোধের চেয়ে ২১ শতাংশ বেশি।  বিভিন্ন দেশের সরকার তাদের দেশের ব্যক্তিদের ব্যাপারে তথ্য চেয়ে এসব অনুরোধ করে। যুক্তরাষ্ট্র সরকার এ ধরনের ১০,৯১৮টি অনুরোধ করে। ২,৬৯১টি অনুরোধ করে ভারত।

এপি ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তারেক হাবিব

১ টি মতামত

*

*

Related posts/