HP Banner
Maintance

গুগল ওয়ালেটে থাকছে ডেবিট কার্ড

প্রকাশঃ নভেম্বর ২১, ২০১৩, ০১:০৭ - আপডেটঃ নভেম্বর ২১, ২০১৩, ০১:১৪

google-wallet
Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এবার পেমেন্ট সমাধান নিয়েও হাজির হচ্ছে গুগল। বেড়াতে গেলে কিংবা কেনাকাটায় আর কাড়ি কাড়ি ডলার নিয়ে ঘুরতে হবে না।  ডিজিটাল ওয়ালেটের সঙ্গে ডেবিট কার্ড সেবা যুক্ত করতে যাচ্ছে বিশ্বসেরা এই সার্চ ইঞ্জিন।

সেবাটি যুক্ত হলে এটিএম বুথের পাশাপাশি নির্ধারিত মার্কেট বা দোকান থেকেও কেনাকাটা করা যাবে এই ওয়ালেট দিয়ে। এ ক্ষেত্রে গুগল ওয়ালেটের অ্যাকাউন্ট পিনটিই হবে ডেবিট কার্ডের পাসওয়ার্ড।

বিশেষ এই কার্ডটিতে প্রচলিত সাধারণ ডেবিট কার্ডের সব সুবিধা পাওয়া যাবে। এই কার্ড থেকে প্রতিবার ডলার খরচ বা উত্তোলনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ফলে ওয়ালেট থেকে ডলার খোয়ানোর ঝুঁকিও থাকছে না।

google-wallet

বিজনেস উইকের খবরে বলা হয়, ওয়ালেট প্রকল্পে গুগলের বরাদ্ধ ছিল ৩০০ মিলিয়ন ডলার। তবে অন্যসব সেবার মতো ওয়ালেট ততটা জনপ্রিয় হয়নি। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ওয়ালেটকে জনপ্রিয় করতেই ডেবিট কার্ড সেবা যুক্ত হচ্ছে।

এদিকে গুগলের মুখপাত্র জানান, ওয়ালেট ব্যবহারকারীরা অনলাইনে কার্ডের ফরমায়েশ দিতে পারবে।

ম্যাশাবল অবলম্বনে তারেক হাবিব

 

*

*

সর্বাধিক পঠিত