Maintance

চীনে বিপাকে টেক জায়ান্টরা

প্রকাশঃ ৮:৫১ অপরাহ্ন, নভেম্বর ১৭, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫১ অপরাহ্ন, নভেম্বর ১৭, ২০১৩

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনে গোয়েন্দা তৎপরতার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।  জানা গেছে, প্রযুক্তিপণ্য সরবরাহের আড়ালে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে চীনে গোয়েন্দাগিরি করেছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় মাইক্রোসফটের পাশাপাশি সিসকো, ওরাকল ও ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনের (আইবিএম) নামও আছে।

এ খবরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকরা। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজি স্টাডিজের জেষ্ঠ কর্মকর্তা জিম লেউইস বলেন, “যুক্তরাষ্ট্রের বড় কয়েকটি প্রতিষ্ঠানের নাম জড়িয়ে এই অভিযোগ এসেছে। তবে সিসকোকে নিয়েই আশঙ্কা বেশি।” তার যুক্তি, চীন সরকারের বাঁকা নজর সিসকোর দিকেই। কারণ, চীনের হুয়াইয়ের পণ্য কেনার প্রক্রিয়া বাতিলে যুক্তরাষ্ট্র সরকারকে উসকানি দিয়েছিল সিসকো।

cisco_pic
এর আগে নিরাপত্তার দোহাই দিয়ে চীনা প্রতিষ্ঠানটির পণ্য কেনেনি যুক্তরাষ্ট্র। চীনা সেনাবাহিনীর সঙ্গে হুয়াইয়ের ঘনিষ্ঠতা আছে, এমন অভিযোগ তুলে তাদের পণ্যকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এখবরও তখন ফলাও করে ছাপে গনমাধ্যমগুলো।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তারেক হাবিব

*

*