Maintance

ইউটিউবে 'ডক্টর হো’র নতুন এপিসোড নিয়ে দারুন সাড়া

প্রকাশঃ ৭:১০ অপরাহ্ন, নভেম্বর ১১, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪১ অপরাহ্ন, নভেম্বর ১১, ২০১৩

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সাড়া জাগানো সায়েন্স ফিকশন সিরিজ ‘ডক্টর হো’ আসছে নতুন রূপে। ৫০ বছর পূর্তিতে ২৩ নভেম্বর সিরিজটির নতুন এপিসোড সম্প্রচার করা হবে। ‘দ্য ডে অব দ্য ডক্টর’ শিরোনামের এপিসোডটির ট্রেলার বিবিসি আমেরিকা ইতোমধ্যে অনলাইনে প্রকাশ করেছে।

সম্প্রতি প্রকাশ করা ট্রেলারটির ভিডিও নিয়ে ইউটিউবে মিলছে দারুণ সাড়া। নতুন-পুরনো দর্শকদের কাছে ‘ডক্টর হো’ সিরিজ যে সাধারণ কোনো সিরিজ না, ইউটিউবে মন্তব্যগুলো ছিল তারই প্রমাণ। শত শত মন্তব্যের মধ্যে এক জন লিখেছেন, “গল্পটির সবচেয়ে দারুন একটি দৃশ্য হচ্ছে, উভয় পক্ষই যখন আলো-আধারের মধ্যে অবস্থান নিয়ে পরিকল্পনার ছক ঠিক করছে…  সিরিয়াস দৃশ্যের পাশাপাশি কৌতুকগুলোও ভীষণ…”

Symphony 2018

নতুন এপিসোডে বিভিন্ন ভূমিকায় দেখা যাবে ম্যাট স্মিথ, ডেভিড টেনান্ট ও জন হার্টকে। বিশেষ কায়দায় তারা বর্তমান সময় থেকে ফিরে যাবে ১৫৬২ সালে এলিযাবেথের সময়কার ইংল্যান্ডে। সেখানে এক খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে যাবেন।

– ম্যাশাবল অবলম্বনে তারেক হাবিব

*

*

Related posts/