HP Banner
Maintance

অন্ধজনে আলো দেবে চশমা

প্রকাশঃ নভেম্বর ৭, ২০১৩, ১১:৪১ - আপডেটঃ নভেম্বর ৭, ২০১৩, ১১:৪৬

Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অসম্ভবকে সম্ভব করতে একটু একটু করে এগোচ্ছে প্রযুক্তি। হুঠহাঠ কিছু সফলতার খবরও বেরুচ্ছে। কিছু কিছু সফলতা আবার বিস্ময়ের জন্মও দিচ্ছে। দৃষ্টিপ্রতিবন্ধীদের অবস্থার পরিবর্তনে অনেক দিন ধরেই কাজ করছে বিজ্ঞানীরা। প্রযুক্তি বিষয়ক সাময়িকী নিউ সায়েন্টিস্ট সম্প্রতি এক খবর প্রকাশ করে। খবরে বিস্ময়কর এক চশমা বা স্মার্টগ্লাসের কথা বলা হয়।

এ চশমার উদ্ভাবক স্টিফেন হিকস ইতোমধ্যে আন্তর্জাতিক পুরস্কারও জিতে নিয়েছেন। পুরস্কারের ৫০ হাজার পাউন্ডও খরচ করছেন চশমা তৈরির প্রকল্পে।
smartglass_blind

দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যবহার উপযোগী এ চশমা দিয়ে স্বাচ্ছন্দে অনেক কাজই করা যাবে। বস্তুর নড়াচড়া বুঝা যাবে এ চশমা পরে। সাধারণ অবস্থায় দেখা যায় এমন কোনো কিছুকে ছবির আদল দিতে পারবে এ চশমা।

একাধিক ক্যামেরা যুক্ত এ স্মার্টগ্লাস কাছে-দূরের বস্তুর অবস্থান বা উপস্থিতি জানান দেবে দৃষ্টিপ্রতিবন্ধীদের। কোনো এলাকার দিক-নির্দেশনার জন্য থাকছে জিপিএস প্রযুক্তি।

– নিউ সায়েন্টিস্ট অবলম্বনে তারেক হাবিব

*

*

সর্বাধিক পঠিত