Maintance

অনলাইনে ভর্তির ভিডিও টিউটোরিয়াল

প্রকাশঃ ৩:৫০ অপরাহ্ন, নভেম্বর ১৭, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৮ অপরাহ্ন, নভেম্বর ১৭, ২০১৩

তারেক হাবিব, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনলাইনে ভর্তি বিষয়ক ভিডিও টিউটোরিয়াল প্রকাশের উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানিয়েছেন, এবার (২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে) অনার্সে শিক্ষার্থীরা যেনো অনলাইনে ভর্তি প্রক্রিয়া সঠিক নিয়মে করতে পারে, এর জন্য ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করা হবে।
nu_logoশুধু শিক্ষার্থীই না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষকদেরও কাজে আসবে টিউটোরিয়ালটি। ১৮ নভেম্বর সকাল ৯টা থেকে ভিডিও টিউটোরিয়ালটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং ইউটিউবে (www.youtube.com) পাওয়া যাবে বলে জানা গেছে।

Symphony 2018

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি প্রক্রিয়া নিয়ে ভিডিও টিউটোরিয়াল প্রকাশের ঘটনা এটাই প্রথম।

প্রচলিত ভর্তি প্রক্রিয়ার প্রথা বদলে অনলাইন ভিত্তিক ভর্তি প্রক্রিয়া চালু করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী প্রতি বছর ভর্তি হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে। অনলাইনে ভর্তি আবেদনের সময় অনেক শিক্ষার্থী জটিলতায় পড়েন। এ কারণেই এ ধরনের ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

*

*

Related posts/