Maintance

সর্বোচ্চ রেজুলেশনের ফোন আনছে এলজি!

প্রকাশঃ ৩:১২ অপরাহ্ন, এপ্রিল ১৪, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:১২ অপরাহ্ন, এপ্রিল ১৪, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জি সিরিজের তৃতীয় প্রজন্মের নতুন একটি স্মার্টফোন আনছে এলজি। ‘জি৩’ নামের এ ফোনে আরও কারিশমা দেখাতে চায় দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি। এ ফোন নিয়ে বাজারে অনেক গুজবের মধ্যে এবার এটির কনফিগারেশনের তথ্য ফাঁস হয়েছে।

জি২ এর জনপ্রিয়তার পর স্মার্টফোন বাজারে অন্য জায়ান্টদের সঙ্গে এগিয়ে থাকতে এলজি এ সিরিজের পরবর্তী ফোন আনার প্রস্তুতি শুরু করেছে বেশ কিছু দিন আগে।

এমন তথ্য আগে জানা গেলেও এবার দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি বিষয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে এটি হতে যাচ্ছে সবচেয়ে বেশি রেজুলেশনের ডিসপ্লে যুক্ত স্মার্টফোন।

Lg g3-TechShohor

প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়,  স্মার্টফোনটির ডিসপ্লে হবে ৫.৫ ইঞ্চি। যার রেজুলেশন ২৫৫৬*১৪৪০ পিক্সেল। এটি বর্তমানে সবচেয়ে বেশি রেজুলেশন সমৃদ্ধি স্মার্টফোন হতে পারে। স্যামসাংয়ের সর্বশেষ স্মার্টফোন গ্যালাক্সি এস ৫ এর রেজুলেশন ১৯২০*১০৮০।

Symphony 2018

এতে থাকবে কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর। এলজি জি২ স্মার্টফোনটিতে একই প্রসেসর ব্যবহার করা হয়েছে।

এ ছাড়া ৩ জিবি র‍্যাম, ৩২ গিগাইবাইট ইন্টারনাল মেমোরি যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বৃদ্ধি করা যাবে। ছবি তোলার জন্য পিছনে থাকবে ১৩ মেগাপিক্সেল এবং সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা।

অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ কিটক্যাট ৪.৪। এ ছাড়া ব্লুটুথ, ওয়াই-ফাই, এনএফসি ইত্যাদি সুবিধা থাকবে।

এর আগে জানা গিয়েছিল স্মার্টফোনটি আগের জি২ ফোনের মতো পানিরোধক হবে। ফলে এটি ১.৫ মিটার গভীর পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত রাখা যাবে।

আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ না করলেও চলতি বছরে এটি বাজারে আসতে পারে বলে জানিয়েছে এলজি।

– ফোন এরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/