Maintance

ফেব্রুয়ারিতে আসছে গ্যালাক্সি এস ৯

প্রকাশঃ ৯:৩০ অপরাহ্ন, জানুয়ারি ১০, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৯ অপরাহ্ন, জানুয়ারি ১১, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নানা গুঞ্জনে শোনা যাচ্ছিল কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) উন্মোচন হবে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৯।

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি জানিয়েছে সিইএস নয়, আগামী মাসে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের (এমডব্লিউসি) আয়োজনে ঘোষণা আসবে ডিভাইসটির।

সম্প্রতি স্যামসাংয়ের মোবাইল কমিউনিকেশনস বিভাগের সভাপতি ডিজে কোহ সিইএস আয়োজনে এই তথ্য জানিয়েছেন।

Symphony 2018

এদিকে, নানা গুঞ্জনে জানা যায়, ফোনটিতে থাকতে পারে পরবর্তী প্রজন্মের সুপার অ‍্যামলয়েড ডিসপ্লে। এছাড়া, এতে গরিলা গ্লাসের নতুন প্রযুক্তি এবং এস৮ থেকে উন্নত মানের ইনফিনিটি ডিসপ্লের দেখা মিলতে পারে।

ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৩৫ এর আপডেট সংস্করণের প্রসেসর ব‍্যবহার করা হতে পারে। এছাড়া, থাকতে পারে ৮ জিবি র‍্যাম। সবচেয়ে বড় চমক হিসেবে ডিভাইসটিতে অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট ফিচার যুক্ত হতে পারে।

এদিকে, সিইএস আয়োজনে জানা যায়, চলতি বছর স্যামসাংয়ের ডিসপ্লে ভাঁজ করার (ফোল্ডেবল) ফোন আনার কথা থাকলেও তা এবার আনা হচ্ছে না।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/