Maintance

কথা রাখলো না স্যামসাং!

প্রকাশঃ ৮:৩০ অপরাহ্ন, জানুয়ারি ১০, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫০ অপরাহ্ন, জানুয়ারি ১১, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলতি বছর সিইএস কনজিউমার ইলেক্ট্রনিক শোতে ডিসপ্লে ভাঁজ করা (ফোল্ডেবল) ফোন আনার কথা ছিল স্যামসাংয়ের। কিন্তু তারা কথা রাখতে পারেনি।

তবে আগামী বছর ফোল্ডেবল ফোন আনা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি তথ্য প্রযুক্তির পণ্য প্রদর্শনীর অয়োজন সিইএসে এই তথ্য জানান স্যামসাংয়ের মোবাইল কমিউনিকেশনস বিভাগের সভাপতি ডিজে কোহ।

Symphony 2018

তিনি বলেন, ইচ্ছা থাকার পরও চলতি বছর ডিসপ্লে ভাঁজ করা যাবে এমন ফোন আনতে পারছে না স্যামসাং। তবে আগামী বছর অবশ্যই বাণিজ্যিকভাবে ফোনটি আনা হবে।

এই বিলম্বের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, স্যামসাংয়ের ইউএক্স ডিজাইন দল ফোনটি নিয়ে এখনো কাজ শেষ করতে পারেনি। তাই এই বিলম্ব।

ফোল্ডেবল ফোনের বৈশিষ্ট্য হলো ফোনটির ডিসপ্লে সহজেই ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে। এই ধরনের ফোনের ডিসপ্লের মাঝ বরাবর ভাঁজ করে ওয়ালেটে রাখা যাবে এবং প্রয়োজনে ভাঁজ খুলে ব্যবহার করা যাবে। ভাঁজ করা অবস্থায় এর আকার হবে স্মার্টফোনের মতো আর ভাঁজ খোলার পর তা ট্যাবলেটে পরিণত হবে।

স্যামসাং ছাড়াও স্মার্টফোন জায়ান্ট অ্যাপল ও এলজি ফোল্ডেবল ফোন বাজারে আনতে যাচ্ছে। ইতোমধ্যে প্রতিষ্ঠান দুটি পেটেন্টও নিয়ে রেখেছে।

জিএসএমএরিনা অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/